প্রেম ভাঙছে অনুষা, আদিত্যর! বিয়ের দিন ক্ষণ ঠিক তার পর কী ঘটল?
২০২৬ সালেই চারহাত এক হবে। শোনা গিয়েছিল এমনটাই। কিন্তু এখন নাকি সব উল্টেপাল্টে গিয়েছে। টলিপাড়ার অন্দরে ফিসফাস এমনই। গুঞ্জন অনুষা বিশ্বনাথন এবং আদিত্য সেনগুপ্তর বিয়ে ভাঙছে। প্রেমেও প্রায় টালমাটাল অবস্থা। যদিও এখনও পর্যন্ত এই আলোচনায় কোনও উত্তর দেননি অভিনেতা, অভিনেত্রীর কেউ।

প্রেমের কথাও যে বড় করে ঘোষণা করেছিলেন তাঁরা তেমন নয়। প্রথমে লুকোছাপা থাকলেও, গত একবছরে বিভিন্ন জায়গায় হাত ধরে দেখা গিয়েছে তাঁদের। কখনও কোনও অনুষ্ঠান হোক কিংবা বিদেশে বেড়াতে যাওয়া—সর্বত্র একসঙ্গে দেখা যায় তাঁদের। কিন্তু শোনা যাচ্ছে, সেই সম্পর্কেই একটু টালমাটাল অবস্থা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের গোড়ার দিকেই বিয়ের পরিকল্পনা করেছিলেন অনুষা এবং আদিত্য। সেইমতো বাড়িভাড়াও হয়ে গিয়েছিল।

কিন্তু, আচমকাই নাকি পিছিয়ে গিয়েছেন পাত্রী স্বয়ং। তিনি নাকি এই বিয়েতে রাজি নন! যদিও অনুষার সমাজমাধ্যমে এখনও আদিত্যের সঙ্গে তাঁর একাধিক ছবি জ্বলজ্বল করছে। আদিত্যের সমাজমাধ্যমে কিন্তু অনুষার একটাও ছবি নেই।
অনুষা এবং আদিত্যর ঘনিষ্ঠমহলের অনেকেই এই বিষযে জানেন। নিজেদের মধ্যে আলোচনাও করছেন তাঁরা। মাসকয়েক আগেই নাকি ভেঙেছে দু’জনের সম্পর্ক।

বিষয়টি প্রকাশ্যে আসতে দেয়নি দুই পরিবার। প্রসঙ্গত, আদিত্য অভিনেতা-পরিচালক খেয়ালি দস্তিদার-অরিন্দম গঙ্গোপাধ্যায়ের ছেলে। অন্য দিকে, অনুষা পরিচালক অশোক বিশ্বনাথন-মধুমন্তী মৈত্রের মেয়ে। বলিউড হোক বা টলিউড, যুগলের বিয়ে ভাঙার ঘটনা নতুন নয়। কিন্তু আদিত্য-অনুষার বিয়ে কী কারণে ভাঙছে? এখনও পর্যন্ত কেউ জানে না।
