জীতুর বদলে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে নতুন মুখ রণজয়! কী বললেন নায়ক?

0



জীতু কমলকে ধারাবাহিকে আর দেখা যাবে কি যাবে না? সেই বিতর্ক চলছেই৷ এরই মাঝে নতুন নায়ক আগমনের আলোচনা শুরু হয়ে গিয়েছে৷ ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আর্য হচ্ছেন রণজয় বিষ্ণু৷ কেউই কোনও মন্তব্য করতে নারাজ এখন৷ উল্টে রণজয় দোটানায় ফেলেছে দর্শককে। ফেসবুকে অভিনেতা লেখেন,  “আমি এখনও অবধি নতুন কোনও কিছুর অংশ নই।  একটা খুব গুরুত্বপূর্ণ কাজের মধ্যে আছি। তাই কোনও ফোন আমি ধরতে পারিনি। ক্ষমা প্রার্থনীয়।” লেখার মাধ্যমে তিনি শান্তি চেয়েছেন। খানিকটা এড়িয়েও গিয়েছেন এই বিতর্ক। 

যদিও অনুরাগীদের মনখারাপ জীতুকে আর দেখা যাবে না এই ভেবে। বিতর্কের পর থেকে কার্যত জীতুর মুখে কুলুপ। ব্যক্তিগতভাবে কিছু না বললেও তাঁর পোস্ট বুঝিয়ে দিয়েছে অনেক কথা।


ইঙ্গিতপূর্ণ একটি ভিডিয়ো ভাগ করে নিয়েছিলেন অভিনেতা৷ যেখানে দেখা যাচ্ছে শরীরচর্চায় ব্যস্ত ছোটপর্দার আর্য। নায়ক লিখেছিলেন, “কঠিন পরিশ্রম হল সফল হওয়ার শেষ উপায়।” ধারাবাহিকে আর তাঁকে দেখা যাবে কি যাবে  না তা নিয়ে এখনও কিছু বলেননি অভিনেতা৷ কিন্তু এই কয়েক দিনে যা যা ঘটেছে, সে সব কিছুকে কেন্দ্র করেই যে নায়কের এই লেখা তা আন্দাজ করেছে অনুরাগীরা৷

নায়ক-নায়িকার সমস্যার সমাধানের জন্য সোমবার বসেছিল মিটিং৷ কিন্তু কোনও সমাধানসূত্র বেরোয়নি। শোনা যায়,  মিটিংয়ের মাঝেই বেরিয়ে আসেন নায়ক। তার পরেই নাকি সিদ্ধান্ত নেন ধারাবাহিক ছাড়ার৷ তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

উল্লেখ্য, ঠিক কী ঘটেছিল? শুটিংয়ে সময়ে আসা নিয়ে বেঁধেছে গন্ডগোল। নায়ক নাকি শুটিংয়ে আগে এসে গিয়েছিলেন৷ ফ্লোরে অপেক্ষা করছিলেন নায়িকার জন্য৷ কিন্তু দিতিপ্রিয়া নাকি আসেন বেশ কিছু ক্ষণ পরে৷ তাতেই নাকি বিরক্ত হয়ে সেট ছাড়েন জীতু৷ যদিও এ প্রসঙ্গে নায়ক, নায়িকার তরফে মেলেনি কোনও উত্তর৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *