সৃজিতের চোখে ‘ব্যর্থ’ জীতু? নায়কের প্রতিক্রিয়া আসতেই পোস্ট পাল্টালেন পরিচালক
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
সদ্যই ‘গৃহপ্রবেশ’ দেখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ছবি দেখে বৃহস্পতিবার রাতে সকলের প্রশংসায় দীর্ঘ একটি পোস্টও করেন পরিচালক। তবে সেখানে শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা প্রায় সকলেরই নাম থাকলেও নেই জীতু কমলের। সবকিছুর সূত্রপাত সেখান থেকেই। যদিও পরে নায়কের থেকে প্রতিক্রিয়া আসতেই পোস্ট বদলালেন পরিচালক! ঠিক কী লিখেছিলেন তিনি?

বৃহস্পতিবার একটি পোস্টে সৃজিত শুভশ্রীর প্রশংসা করে লেখেন, ‘তিতলি’ চরিত্রটির যথাযথ মর্যাদা দিতে পেরেছেন তিনি। পরিচালক যোগ করেন, ‘নিজের চরিত্রে রুদ্রনীলও অনবদ্য। কৌশিক গঙ্গোপাধ্যায় এবং সোহিনী সেনগুপ্তও কম শক্তিশালী নয়।’ কিন্তু মেঘদূত বসুর চরিত্রে দর্শকদের বেশ প্রশংসা কুড়িয়েছেন জীতু। কিন্তু সৃজিতের প্রশংসার তালিকায় তিনি কোথায়!

এই বিষয়টিকে বেশ সহজভাবেই সামাল দেন অভিনেতা। পরিচালকের পোস্ট শেয়ার তাঁকে ধন্যবাদ জানিয়ে জীতু লেখেন, “‘গৃহপ্রবেশ’ ছবিতে আমি তোমার কাছে ব্যর্থ হলেও আমি আমার পরিশ্রম এবং অধ্যাবসায় দিয়ে একদিন তোমার চোখে নিশ্চয়ই সফল অভিনেতা হিসেবে প্রমাণ করার চেষ্টায় থাকব। আশীর্বাদ করো মাস্টার মশাই।” সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘রিল্যাক্স ব্রো রিল্যাক্স’। জুড়ে দেন হাসির ইমোজিও।

জীতুর এমন মন্তব্য ভেসে আসতেই পোস্ট বদলে দিলেন সৃজিত। কৌশিক, রুদ্রনীল এবং সোহিনীর সঙ্গে জুড়লেন জীতুর নামও। লিখলেন, ‘সহকারী চরিত্রদের মধ্যে অত্যন্ত দক্ষ জীতুও কিন্তু কম শক্তিশালী নন।’ তবে কেবল জীতুর নামই নয়, চিত্রনাট্য এবং সংলাপের সম্পর্কে লিখতে গিয়ে তিনি জুড়েছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়ের নামও।
