প্রেক্ষাপটে ব্রিটিশবিরোধী আন্দোলন, শরৎচন্দ্রের ‘পথের দাবি’কে ঘিরে সৃজিতের আগামী ছবি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পথের দাবি’র ১০০ বছর আগামী বছরের ৩১ অগাস্ট। ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে লিখিত এই উপন্যাসকে ঘিরেই সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।

এ দিন সমাজমাধ্যমে ছবির ঝলক পোস্ট করে সৃজিত লেখেন, ‘সর্ব খর্বতারে দহে তব ক্রোধদাহ, হে ভৈরব, শক্তি দাও, ভক্তপানে চাহো।’ শ্রীকান্ত মোহতা-মহেন্দ্র সোনির এসভিএফ প্রযোজনা সংস্থা এবং রানা সরকারের দাগ ক্রিয়েটিভ মিডিয়ার যৌথ প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। সমাজমাধ্যমে রানা জানান, ছবিটি মুক্তি পাবে আগামী বছর ১ মে।

ইতিমধ্যেই শেষ ছবির চিত্রনাট্য লেখার কাজ। জানা গিয়েছে, সব ঠিক থাকলে চলতি বছর নভেম্বর মাসেই শুটিং শুরু করবেন সৃজিত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed