পরিসংখ্যানে ভারত ১২ পাকিস্তান ৩! ‘ভারত-পাক দ্বৈরথ’ আর মানেন না সূর্যকুমার

0

স্পোর্টস ডেস্ক: অপারেশন সিঁদুর।একেবারে কোনঠাসা হয়ে পড়েছিল পাকিস্তান। শুধু যুদ্ধেই নয়, খেলার মাঠে দীর্ঘদিন ধরেই নাজেহাল পরিস্থিতি পাকিস্তানের। ভারতের সঙ্গে দেধা হলেই যেন হাঁটু কেঁপে যায়! যতবার দেখা, ততবার হার। এবারের এশিয়া কাপেই দু’দুবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। দু’বারই হেরেছে পাকিস্তান। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলে দিলেন, ‘আপনারা আর এই চিরপ্রতিদ্বন্দ্বী শব্দটা ব্যবহার করবেন না, প্লিজ। কোনও দলের সময় ভালো নাও যেতে পারে। কিন্তু আমরা মতে, যদি দু’টো দল ১৫-২০টা ম্যাচে মুখোমুখি হয় এবং ফলাফল ৭-৭ বা ৮-৭ হয়, তখন তাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যেতে পারে। ১৩-০, ১০-১- ঠিক জানা নেই তফাত এখন ঠিক কত। তবে এই ম্যাচটা আর রাইভ্যালরি নয়’।

বলার কারণ তো আছেই সূর্যকুমারের। আন্তর্জাতিক টি২০তে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় হয়ে গেল ১২টি, পাকিস্তানের স্রেফ ৩টি। পরিসংখ্যানই বলে দিচ্ছে, কতটা একতরফা লড়াই এখন এটা। রান তাড়ায় পাকিস্তানের বিপক্ষে ভারত এগিয়ে এখন ৮-০ ব্যবধানে। এর আগে ভারত–পাকিস্তান লড়াইয়ের ৭৪ বছরের ইতিহাসে কখনো টানা পাঁচটির বেশি ম্যাচ জিততে পারেনি কোনো দল, এবার হলো সেটাই। ভারতের বিপক্ষে শেষ ৮ ম্যাচের ৭টিতেই হেরেছে পাকিস্তান।

তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়েই শেষবারের মতো ম্যাচ জিতেছিল তারা। এমনকি ২০০৬ সাল থেকে এখনও পর্যন্ত ভারত জিতেছে ২৩টি, পাকিস্তান ১১টি। দুই দলের শেষ টানা ছয় ওয়ানডেতে জিতেছে ভারতই। সাংবাদিকের জিজ্ঞাসা ছিল, পাকিস্তানের খেলার মান আগের ম্যাচের চেয়ে বেড়েছে কি না। এ প্রশ্নের উত্তরেই সূর্য বলতে শুরু করেন, ‘আমার মনে হয় আপনাদের এই রাইভালরি (দ্বৈরথ) নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত।’ সাংবাদিক আবার তাঁকে মনে করিয়ে দেন, দ্বৈরথ নয়, জানতে চেয়েছেন পাকিস্তানের খেলার মান বেড়েছে কি না তা নিয়ে। এবার সূর্য বলেন, ‘স্ট্যান্ডার্ড আর রাইভালরি একই কথা…।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *