রিয়া অন্ত প্রাণ ছিলেন সুশান্ত! তাঁদের প্রেম কাহিনি এ বার বড় পর্দায়, নেপথ্যে কে?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও তিনি থেকে গিয়েছেন অনুরাগীদের হৃদয়ে। বৃষ্টিভেজা জুন মাসেই যেন তাঁর কথায় আরও চোখ ভেজে তাঁদের। তিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ২০২০ সালে চলতি মাসেরই ১৪ তারিখ উদ্ধার হয় অভিনেতার নিথর দেহ। যখন বেঁচে ছিলেন, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল বলিউডের অন্যতম চর্চিত বিষয়। যদিও অভিনেতার মৃত্যুই সেই প্রেমকে টেনে এনেছিল কাঠগড়ায়। সুশান্তের মারা যাওয়ার নেপথ্যে নাকি রয়েছেন তাঁর প্রেমিকা রিয়া নিজেই, এমনটাই অভিযোগ উঠে এসেছিল প্রয়াত অভিনেতার বাবার তরফ থেকে।

তারপর অবশ্য কম ঝড়ঝাপটা পোহাতে হয়নি রিয়াকে। বলিউডে হাতছাড়া হয়েছিল একের পর এক কাজ। কার্যত, তাঁর সঙ্গেই যেন জুড়ে গিয়েছিল ‘ভিলেন’-এর তকমা। যদিও এই কথা মানতে গড়রাজি রুমি জাফরি। একজন পরিচালক-চিত্রনাট্যকার হওয়ার পাশাপাশি তিনি ছিলেন রিয়া এবং সুশান্তের ঘনিষ্ঠ বন্ধুও। খুব কাছে থেকে দেখেছেন তাঁদের। রুমির কথায়, রিয়া অন্ত প্রাণ ছিলেন সুশান্ত। অন্য দিকে অভিনেতার সঙ্গে ছায়াসঙ্গীর মতো থাকতেন রিয়া।

এ বার তাঁদেরই এই ‘অসমাপ্ত’ ভালবাসা পর্দায় ফুটিয়ে তোলার কথা ভাবছেন বন্ধু রুমি। দীর্ঘ পাঁচ বছর পেরিয়ে গেলেও সুশান্তকে এখনও আশেপাশে অনুভব করেন তিনি। বন্ধুর মৃত্যুবার্ষিকীর মাসেই ছবি বানানোর কথা ঘোষণা করেছেন তিনি। এখন প্রশ্ন হল, অভিনেতার জীবনীচিত্রে তাঁর ভূমিকায় অভিনয় করবে কে? এই প্রসঙ্গে উঠে আসছে অভিনেতা বেদাঙ্গ রায়নার নাম। যদিও রিয়ার ভূমিকায় খোদ অভিনেত্রীকেই দেখা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *