বলিতারকার সঙ্গে জুটিতে বাংলার সুস্মিতা, প্রথমবার বাংলা ছবিতে শরমন জোশী

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

এ বার টলিপাড়ায় নতুন জুটি। তাও আবার বলিতারকার সঙ্গে। এই প্রথমবার বাংলা ছবিতে কাজ করতে চলেছেন অভিনেতা শরমন জোশী। বিপরীতে বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায়। দুই তারকাকে নিয়ে আদ্যোপান্ত প্রেমের গল্প বুনেছেন পরিচালক এম এন রাজ। ছবির নাম ‘ভালবাসার মরসুম’। পরিচালনায় এম এন রাজ। প্রযোজনার দায়িত্বে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার।

ছবিকে ঘিরে স্বাভাবিকভাবেই উত্তেজিত সুস্মিতা। ইনস্টাগ্রামে খবরটি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার পরবর্তী ছবির জন্য খুবই উত্তেজিত। ‘ সুস্মিতার কথায়, এই ছবি গল্প মন ছুঁয়ে গিয়েছে তাঁর। একই সুর অভিনেতা শরমন জোশীর কণ্ঠেও। সম্প্রতি ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা তুলে ধরেন সত্যজিৎ রায় এবং বাংলা ছবির প্রতি তাঁর ভালবাসার কথা। তবে শুধু শরমন এবং সুস্মিতাই নন, এই ছবিতে পাশাপাশি দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা এবং খাইরুল বাসারকেও।

এই মুহুর্তে সুস্মিতা ব্যস্ত তাঁর আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’ নিয়ে। যদিও বেশ কিছুদিন ধরেই আলোচনায় রয়েছেন তিনি। গুঞ্জন ছড়িয়েছে, ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। ছবির হাত ধরেই যেন সখ্য বেড়েছে তাঁদের। পরিচালকের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন ‘স্যর আঁখো পর’। তাতেই যেন তরঙ্গের গতিতেই ছড়িয়েছে দু’জনের ‘প্রেমচর্চা’!

যদিও এই প্রসঙ্গে অভিনেত্রীর সাফ মতামত, তিনি এবং সৃজিত কেবলই ভাল বন্ধু। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুস্মিতা বলেন, “উই আর জাস্ট ক্লোসড ফ্রেন্ডস। আমি আর সৃজিত খুব ভাল বন্ধু। এর থেকে বেশি আমি আর কী বলব! যে যা লিখছেন, আমার সেই নিয়ে কিছু বলার নেই।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *