বাংলাদেশের গোয়ার্তুমি! পাকিস্তান চিঠি পাঠালেও খেলবে টি২০ বিশ্বকাপ, আজই কি সিদ্ধান্ত আইসিসির
ভাঙবে তবু মচকাবে না বাংলাদেশ। সরকার থেকে বিসিবি, সবার জেদ বজায়। তাতেই অন্ধকার থেকে আরও অন্ধকারে তলিয়ে যেতে বসেছে বাংলাদেশের ক্রিকেটাররা। যা পরিস্থিতি, টাইগারদের ফাঁপা গর্জনও এ বার আর শোনা যাবে না হয়তো টি২০ বিশ্বকাপে।
সূত্রের খবর পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে মেল করেছে আইসিসিকে। আজ বুধবার আইসিসি টি২০ বিশ্বকাপ নিয়ে সভাও ডেকেছে। মনে করা হচ্ছে, চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক এই সংস্থা বিশ্বকাপের সূচি পরিবর্তন করা কিংবা শ্রীলঙ্কায় বাংলাদেশকে খেলতে দেওয়ার ব্যাপারে রাজি নয় বলেই খবর। বিসিবিকে এই কঠোর মনোভাব আগেই জানিয়ে দিয়েছে আইসিসি।
মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার জেদ শুরু করেছিল বাংলাদেশ। নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে আসতে রাজি নয়। এরপর আইসিসির কয়েকবার অনুরোধ, শেষপর্যন্ত সে দেশে গিয়ে বৈঠক করলেও অনড় অবস্থান যেন বাংলাদেশের। এ বার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাফ জানিয়ে দিলেন, অযৌক্তিক চাপ দিয়েও বাংলাদেশকে ভারতে খেলতে বাধ্য করা যাবে না।
মঙ্গলবার সচিবালয়ে সে দেশের সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, ‘অযৌক্তিক চাপ দিয়ে বাংলাদেশকে ভারতে খেলাতে বাধ্য করানো যাবে না। এর আগেও উদাহরণ আছে যে, পাকিস্তানের দাবির মুখে ভেন্যু পরিবর্তন করেছে আইসিসি।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, আইসিসি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপের কাছে মাথা নত করে আমাদের ওপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপিয়ে দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানবো না। বিশ্বকাপ খেলা হবে না– এমন মানসিক প্রস্তুতি মোটামুটি নিয়ে ফেলেছেন সে দেশের ক্রিকেটাররা।
এদিকে, পাকিস্তান টি২০ বিশ্বকাপ খেলবে না বাংলাদেশের সমর্থনে এমন দাবি উড়িয়েই দিয়েছে।
যদিও বাংলাদেশের পাশে দাঁড়িয়ে মঙ্গলবার আইসিসিকে একটি চিঠি পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ভারতে খেলতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অবস্থানকে সমর্থন করেছে পিসিবি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ঘনিষ্ঠ একটি সূত্র এক ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইটকে
‘জানিয়েছে, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো কোনও ভিত্তি পাকিস্তানের নেই। কারণ হিসেবে বলা হয়, পাকিস্তান আগেই তাদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে সম্মত হয়েছে।
আইসিসির একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশ শেষ পর্যন্ত অংশ না নিলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রাখা হচ্ছে। স্কটল্যান্ড বর্তমানে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলগুলোর মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিংয়ে রয়েছে।সেক্ষেত্রে নির্বাসনের সঙ্গে বিপুল অর্থের জরিমানা হতে পারে বাংলাদেশের।
