শ্রাবণ মাসের উপোস ভাঙতে খান পাঁঠার মাংস! ফের বিতর্কে জড়াতেই চাঁচাছোলা তনুশ্রী
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
বিতর্ক এবং তিনি, বরাবরই যেন একে অপরের পরিপূরক। এই মুহুর্তে বেশ আলোচনায় রয়েছেন প্রাক্তন ভারতসুন্দরী তনুশ্রী দত্ত। কয়েক দিন আগেই ক্যামেরার সামনে এসে কান্নায় ভেঙে পড়েছিলেন বাঙালি অভিনেত্রী। দাবি করেছিলেন, গত চার পাঁচ বছর ধরে বাড়িতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে। এই সবকিছু নিয়ে চর্চার শেষ নেই, এর মধ্যেই নতুন করে বিতর্ক টেনে আনলেন অভিনেত্রী।
তনুশ্রী জানান, তিনি শ্রাবণ মাসের উপোস ভেঙে পাঁঠার মাংস খান। আর তাতেই নেটিজেনদের রোষানলে অভিনেত্রী। নতুন একটি পোস্টে তনুশ্রী জানান, তাঁর খাদ্যাভ্যাস আয়ুর্বেদের সঙ্গে জড়িত। আর তিনি এই প্রসঙ্গেই যোগ করেন, “সন্ধে সাতটা পর্যন্ত আমি উপোস করেছিলাম। তার পরে প্রোটিন সমৃদ্ধ কালো ডাল রাঁধলাম। সেই সঙ্গে নৈশভোজে ছিল ভাত ও পাঁঠার মাংস। ধর্মীয় উপবাসের মধ্যে এত কঠোর নিয়মের প্রয়োজন নেই। নিজের শরীর-স্বাস্থ্য অনুযায়ী নিজের ডায়েট বুঝে নেওয়া উচিত। আমার জন্য এই ধরনের উপবাস সবচেয়ে কার্যকরী হয়ে থাকে।”
সাধারণত শ্রাবণ মাসে আমিষ পদ খাওয়া থেকে বিরত থাকেন অনেকেই। সেখানে অভিনেত্রী তাঁর কথায় আরও যোগ করেন, “উপোস করে মানসিক শক্তিও অর্জন করি আবার উপোস ভাঙার সময়ে প্রোটিন সমৃদ্ধ খাবার খাই যাতে আমি সক্রিয়ভাবে কাজ করে যেতে পারি বজায়।”
তনুশ্রীর এমন বক্তব্য ভাল চোখে দেখেননি অনেকেই। এই পোস্টের পরে নিন্দকেরা কটাক্ষ করতে থাকেন তনুশ্রীকে। যদিও চুপ থাকেননি অভিনেত্রীও। রেগে গিয়ে তিনি নিন্দকদের ‘নোংরা ধর্মীয় চিন্তাভাবনার মানুষ’ বলে কটাক্ষ করেন।