খাবারে বিষ! অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা, আর কী কী ঘটেছে তনুশ্রীর সঙ্গে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। দিন কয়েক আগেই ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছেন, তাঁর বাড়িতেই হেনস্থা করা হচ্ছে তাঁকে। কখনও ভেসে আসছে প্রবল চিৎকারের আওয়াজ। আবার কখনও মাঝরাতে দরজায় পড়ছে ধাক্কা। সব মিলিয়েই নাজেহাল অবস্থা প্রাক্তন ভারতসুন্দরীর। বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। ভয়ে ভয়ে আছেন, তাঁর পরিণতিও কি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই হবে?
তবে সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হলেও তনুশ্রী জানান, প্রায় পাঁচ বছর আগে থেকেই একের পর এক ঘটনার সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি এই প্রসঙ্গে তিনি কথা বলেন সংবাদসংস্থা ‘এএনআই’-এর কাছে। নায়িকা বলেন, “এই পাঁচ বছরে অনেক কিছু ঘটে গিয়েছে আমার সঙ্গে। ‘মি টু’ আন্দোলনের পরেই অনেক জটিল পরিস্থিতির মুখোমুখি হয়েছি আমি। অনেকটা সময় লেগেছে নিজেকে বোঝাতে।”
তিনি আরও যোগ করেন, “আমার গাড়ির অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা চালানো হচ্ছিল। অনেক সময় তো আমার খাবারেও কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল আমাকে অসুস্থ করে তোলার জন্য। আমার বাড়ির আশেপাশেও অদ্ভুত সব ঘটনা ঘটেছে।”
বলিউডে দীর্ঘদিনের কর্মজীবন। কঠিন সময়ে কাউকে পাশে পাননি তনুশ্রী? অভিনেত্রী জবাবে বলেন, “ইন্ডাস্ট্রিতে আমার তেমন বন্ধু নেই তেমন। যাও-বা কিছু জনের সঙ্গে সম্পর্ক ছিল, এই ঘটনাগুলি ঘটার পর তাঁরাও চলে গিয়েছেন।”
তবে এত কিছুর পরেও নিন্দকদের দাবি, তনুশ্রী যা করছেন সব নাটক! প্রচারে থাকার চেষ্টা। সত্যিই কি তাই? তনুশ্রীর সাফ জবাব, “আমি প্রাক্তন মিস ইন্ডিয়া। প্রচারের থাকার জন্য এ সব ভিডিয়ো বানানোর আমার প্রয়োজন নেই।”