ব্যাট হাতে ম্যাগুয়ের – পেনাল্টি শুট পন্থের, ক্রিকেট-ফুটবলের মহামিলন ম্যাঞ্চেস্টারে
স্পোর্টস ডেস্ক:
একদিকে ক্রিকেট অন্যদিকে ফুটবল। ম্যাঞ্চেস্টারে মহামিলন। ম্যাঞ্চেস্টারে যাবে টিম ইন্ডিয়া, সেখানে ম্যান ইউ ফুটবলারদের সঙ্গে দেখা হবে না তা কী হয়! ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের খেলোয়াড়দের একেবারে অন্যরকম দিন কাটালেন ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা। রেড ডেভিলসদের বিখ্যাত অনুশীলন মাঠ ক্যারিংটনে পৌঁছে গিয়েছিল গোটা ভারতীয় দল। সেখানেই শুভমন গিল, বুমরাহদের সঙ্গে মেসন মাউন্ট, ব্রুনো ফার্নান্ডেজদের গল্প-আলোচনায় মেতে উঠতে দেখা যায়। একদিকে যেমন হ্যারি ম্যাগুয়ারকে ব্য়াটিং, বোলিং করতে দেখা যায়। আবার ঋষভ পন্থ নেন পেনাল্টি কিক। কখনও দেখা যাচ্ছে গিল পেনাল্টি মারছেন, পোস্ট আগলাচ্ছেন ইউনাইটেড কিপার টম হিটন। মহম্মদ সিরাজ ও ম্যাগুয়ের তো রীতিমতো গলা জড়াজড়ি করে আড্ডাই দিয়ে ফেললেন। ম্যান ইউয়ের অধিনায়ক ম্যাগুয়েরকে দেখা যায় প্যাড পরে ব্যাট করতে। মহম্মদ সিরাজের বেশ কয়েকটা বল খেলেন তিনি। ঋষভ পন্থ তো রীতিমতো ক্রিকেটার থেকে ফুটবলার হয়ে গিয়েছিলেন। বেশ কয়েকটি পেনাল্টি শটও নিয়েছেন তিনি। গোল পোস্টের নিচে ছিলেন টম হিটন।

সদ্যই ম্যান ইউনাইটেড খেলোয়াড়রা প্রাক মরশুম সফরের আগে ক্যারিংটনে একত্রিত হয়েছিলেন। ভারতীয় ক্রিকেটারদের হাতেও অনুশীলন শুরু করার আগে খানিকটা সময় ছিল। সেই ফাঁকেই এই সাক্ষাৎকার সম্পূর্ণ হয়। ভারত অধিনায়ক শুভমন গিল ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজের জার্সি অদলবদল করে একসঙ্গে পোজ দেন। ভারতের ক্রিকেটারেরা ম্যান ইউয়ের জার্সি এবং ম্যান ইউ ফুটবলারেরা ভারতের জার্সি পরেছিলেন।

চলে বিভিন্ন পোজে ফটোশুট। ফটোশুটে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং ইউনাইটেডের ম্যানেজার রুবেন আমোরিমও। সব মিলিয়ে দিনটা বেশ ভালোই কেটেছে দুই দলের খেলোয়াড়দের কাছে। ২৩ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ড ও ভারতের মধ্যেকার ৫ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ। অন্যদিকে ১৭ আগস্ট আর্সেনালের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের পরবর্তী মরশুম শুরু করবে রেড ডেভিলরা।