৪ ঘণ্টা বিমান লেট! ঝক্কি সামলে অবশেষে ভোররাতে অস্ট্রেলিয়ায় পৌঁছল টিম ইন্ডিয়া

ওয়েস্ট ইন্ডিজ জয়ের পর মিশন এ বার অস্ট্রেলিয়া। কিন্তু যাওয়ার পথে ভোগান্তিতেই পড়লেন শুভমন গিল- বিরাট কোহলি- রোহিত শর্মারা। নয়াদিল্লি থেকে পারথ পৌঁছতে লেগে গেল প্রায় পুরো এক দিন! ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, দিল্লি থেকে যে উড়ান ধরে ভারতীয় দল, কিন্তু ফ্লাইটের নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর বিমান ছাড়ে। সেই বিমান ধরে সিঙ্গাপুরে পৌঁছন ভারতীয় ক্রিকেটাররা। দেরি হওয়ায় সিঙ্গাপুর থেকে কানেকটিং ফ্লাইটেরও নির্দিষ্ট পরিকল্পনা পাল্টে যায়। তাই পারথে পৌঁছতেও দেরি হয়। দীর্ঘ ফ্লাইট বিলম্বের পর অবশেষে ভোররাত চারটেয় পারথে পৌঁছয় ভারতীয় দল। পারথে পৌঁছেই ক্রিকেটাররা বিশ্রাম নিতে চলে যান। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর, পারথ বিমানবন্দরে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ভারতীয় দলের কয়েকজন ভক্ত বাইরে অপেক্ষা করছিলেন প্রিয় তারকাদের একঝলক দেখার জন্য। শুভমন- রোহিত–বিরাটরা তো ছিলেনই, পাশাপাশি নীতীশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং, প্রসিধ কৃষ্ণারাও অস্ট্রেলিয়া গেছেন।তবে এই ফ্লাইটে যাননি ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর।ফ্লাইটে যেমন বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলেছেন শুভমন গিল, তেমনই হোটেলে চেক ইন করার পর ব্যালকনিতে দাঁড়িয়ে ছবি দিয়েছেন রোহিত শর্মাও।

এ বারের অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল তিনটি ওডিআই ম্যাচ এবং পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে। রবিবার শুরু হচ্ছে ওডিআই সিরিজ। এই সিরিজ খেলার পরেই রোহিত ও বিরাট ফিরে আসবেন। কারণ, তাঁরা গত বছর টি ২০ ফরম্যাট থেকে অবসর নিয়েছেন। স্বাভাবিকভাবেই ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রধান আকর্ষণে থাকবেন এই দুই তারকাই।আসন্ন অস্ট্রেলিয়া সফর রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের প্রস্তুতির প্রথম ধাপ হিসেবেই দেখা হচ্ছে এই সফরকে।

রবিবারই ম্যাচ হওয়ায়, অস্ট্রেলিয়ার মাটিতে বিশেষ অনুশীলনের সুযোগ পাবেন না শুভমনরা। এদিনও জেটল্যাগ কাটাতে অনুশীলনের কোনও বন্দোবস্ত রাখা হয়নি।ভারত তিনটি ওয়ানডে খেলবে, তারমধ্যে প্রথমটা ১৯ অক্টোবর পারথ স্টেডিয়ামে, ২৩ অক্টোবর অ্যাডিলেড ওভালে, এবং ২৫ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।