সামি অনিশ্চিত, দুঃসংবাদ দিলেন বুমরাহও, টেস্ট দল নির্বাচনে বড় চ্যালেঞ্জ

0

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ড সিরিজে কঠিন লড়াই অপেক্ষা করে আছে। তার চেয়েও দল নির্বাচনে যেন কঠিন চ্যালেঞ্জ নির্বাচকদের। সূত্রের খবর, শনিবারই মুম্বইতে নির্বাচকরা রোহিত-বিরাট পরবর্তী জমানার দল বেছে নিতে চলেছেন। দুই কিংবদন্তির শূন্যস্থান যেমন পূরণ করার ব্যাপার, তেমনই নতুন অধিনায়ক হিসেবে কার হাতে ব্যাটন উঠবে সেদিকেও তাকিয়ে ক্রিকেটমহল।
জসপ্রীত বুমরাহ, কেএল রাহুল না শুভমন গিল বা ঋষভ পন্থের হাতে দায়িত্ব তুলে দেবেন আগরকর অ্যান্ড কোম্পানি তা এখনও ঠিক করতে পারেননি। নতুন ব্যাটারদের মধ্যে কারা সুযোগ পাবেন তা নিয়েও যেমন ধোঁয়াশা, তেমনই বোলিং বিভাগেও ধোঁয়াশা তৈরি হয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দলে মহম্মদ সামিকে দলে নেওয়া নিয়ে নির্বাচকরা যথেষ্ট দ্বিধায়।

কারণ, পুরো রান আপে দীর্ঘ সময় বোলিংয়ে ঘাটতি রয়েছে সামির। চোট সারিয়ে আইপিএলে ফিরলেও প্রত্যাশিত ছন্দে নেই। ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটের খবর, বোর্ডের মেডিক্যাল টিম নাকি অজিত আগরকারের নির্বাচক কমিটিতে জানিয়ে দিয়েছে, টেস্টের ধকল নেওয়া সম্ভব হবে না সামির। কারণ লম্বা স্পেল করার মতো জায়গায় এখনও নেই এই পেসার। এ তো গেল সামির কথা, এদিকে টেনশনে ফেলেছেন জসপ্রীত বুমরাহও।ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটের খবর, তিনি নাকি বিসিসিআই-কে জানিয়েছেন যে, তাঁর শরীর আর বেশি ওয়ার্কলোড নিতে পারছে না। ইংল্যান্ড সফরে তিনি ৩টির বেশি টেস্ট ম্যাচ খেলতে পারবেন না। এটাও বোর্ডের জন্য নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। এরমধ্যেই আবার রোহিত শর্মা এবং বিরাট কোহলির বদলিও খোঁজা হচ্ছে। ওপেনার হিসাবে মোটামুটি জায়গা পাকা যশস্বী জয়সওয়ালের।

দ্বিতীয় ওপেনার হতে পারেন সাই সুদর্শন। অভিমন্যু ঈশ্বরণকেও ভাবা হতে পারে সে’জায়গায়। পাঁচ নম্বরের জন্য দাবিদার করুণ নায়ার, সরফরাজ খান ও শ্রেয়স আইয়ার। তিনজনের কেউই অস্ট্রেলিয়ায় খেলেননি। ছয় এবং সাত নম্বরের জন্য ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাদেজা রয়েছেন। যদিও পন্থের ফর্ম ইদানীং ভাল নয়। সেক্ষেত্রে ধ্রুব জুড়েলকে ভাবা হলে অবাক হওয়ার নয়। তাহলে আবার ওয়াশিংটন সুন্দর দ্বিতীয় স্পিনার-অলরাউন্ডার হতে পারেন। দু’জন পেস বোলার অলরাউন্ডার হিসেবে থাকবেন নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুর। বুমরাহ পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন। সিরাজ হতে পারেন সঙ্গী। তৃতীয় পেসার হতে পারেন প্রসিধ কৃষ্ণা। পাশাপাশি আকাশ দীপ এবং হর্ষিত রানার জন্য খুলতে পারে টেস্ট টিমের দরজা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *