পাকিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক জয়! রুদ্ধশ্বাস ফাইনালে এশিয়া সেরা টিম ইন্ডিয়া

0

স্পোর্টস ডেস্ক: ছোট টার্গেট। তবু রোমাঞ্চকর ফাইনাল উপহার দিল এশিয়া কাপ। পাকিস্তানকে হারের হ্যাটট্রিকের লজ্জায় ফেলে ভারত প্রমাণ করল এশিয়ায় তাদের ধারে কাছেও কেউ নেই। ভারত-পাকিস্তানের আগের দুই ম্যাচ যতই পানসে আর একতরফা হোক, ফাইনাল হলো ফাইনালের মতই। ভারত টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায়। পাকিস্তান ১৯ ওভার ১ বলে ১৪৬ রানে অলআউট হয়ে যায়।
জবাবে ২ বল বাকি থাকতে জয়ের রান তোলে ভারত। ফাইনালে জিতল ৫ উইকেটে। ভারত এই নিয়ে নবমবার এশিয়া কাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন হল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ ফাইনাল ম্যাচে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০ রান। কিন্তু এই শেষ ওভারেই হারিস রউফের বলে সব শেষ করে দিলেন তিলক বর্মা। যিনি অটল পাহাড়ের মত দাঁড়িয়েছিলেন পাকিস্তানি বোলারদের সামনে।হারিস রউফের প্রথম বলে ২, দ্বিতীয় বলে ছক্কা মেরেই ম্যাচ শেষ করে দেন তিনি।

শেষ পর্যন্ত রিঙ্কু সিং বাউন্ডারি মেরে ভারতকে জয় এনে দেন।
পাকিস্তানের হয়ে সাহিবজাদা ফারহান ৫৭, ফকর জামান ৪৬ রান করেন। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪৫ রান তোলে পাকিস্তান। পাওয়ারপ্লের পর আরও বেড়েছে রানের গতি।দলের ৮৪ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ফারহানের বিদায়ের পর কিছুটা কমে যায় পাকিস্তানের রানের গতি। ৩৫ বলে ৪৬ রান করা ফখর জামান থামেন দলের ১২৬ রানের মাথাতে। এরপর যেন তাসের ঘরে পরিণত হয় পাকিস্তান। একের পর এক উইকেট হারিয়ে পড়ে যায় বেশ চাপে। ফখরের বিদায়ের পর ১৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। ১৪১ রানের মধ্যেই হাওয়া ৯ উইকেট। দারুণ শুরুর পর ছন্দপতন হয় পাকিস্তানের। ১৯.১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। পুরো ব্যাটিং লাইনআপে কেবল শীর্ষ ৩ ব্যাটারই ছুঁয়েছেন দুই অঙ্কের কোটা। ভারতের হয়ে কুলদীপ যাদব চারটি, জশপ্রীত বুমরাহ , বরুণ চক্রবর্তী দুটি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে ভারত শুরুটা দুঃস্বপ্নের মত হয়েছে ভারতের। দলের সবচেয়ে বড় ভরসা অভিষেক শর্মাকে দলের ৭ রানের মাথাতে হারায় ভারত। ৬ বলে ৫ রান করে সাজঘরে ফিরে যান অভিষেক। টুর্নামেন্টজুড়ে সুপার ফ্লপ সূর্যকুমার ফাইনালেও নিজেকে মেলে ধরতে পারেননি। ৫ বলে ১ রান করে বিদায় নেন তিনি।ওপেনার গিল ১০ বলে ১২ রান করে সাজঘরে ফিরেছেন। ২০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৬ রান তোলে টিম ইন্ডিয়া।

ক্রিজে জুটি বাঁধেন তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। দেখেশুনে দলের রান বাড়িয়েছেন দুজন। তিলক-স্যামসনের কার্যকরী ব্যাটিংয়ের সুবাদে দিশা ফিরে পায় ভারতের ইনিংস। ২১ বলে ২৪ রান করা স্যামসন থেমেছেন দলের ৭৭ রানের মাথাতে। তিলক টিকে ছিলেন। চাপ সামলে দুর্দান্ত ব্যাটিংয়ে টেনেছেন দলের ইনিংস। শেষ দিকে তার সঙ্গে যোগ দেন শিভম দুবেও। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে ভারতের ইনিংস। ফিফটি ছুঁয়েছেন তিলক। দারুণভাবে সঙ্গ দিয়েছেন দুবে। শেষ ৩ ওভারে দরকার ছিল ৩০ রান। হ্যারিস রউফের করা ১৮তম ওভার থেকে চলে আসে ১৩ রান। ২ ওভারে দরকার ১৭ রান। সেখান থেকে শেষ ওভারে দরকার ছিল ১০ রান। প্রথম দুই বলে তিলক বর্মা নিয়ে ফেলেন ৮ রান। পরের বলে সিঙ্গেল, স্ট্রাইকে আসেন রিঙ্কু সিং। চার মেরে দলকে জেতান রিঙ্কু। ২ বল হাতে রেখে ৫ উইকেটে জিতেছে ভারত। শেষের আগের ওভারের শেষ বলে ২২ বলে ৩৩ রান করে বিদায় নেন শিভম দুবে। ৫৩ বলে ৬৯ রানের হার না মানা ইনিংস খেলেন তিলক। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed