ষাটোর্দ্ধ পিনাকীর সঙ্গে বিয়ে করলেন ৫১-এর মহুয়া, বার্লিনে চার-হাত এক প্রাক্তন ও বর্তমান সাংসদের

0

ট্রেন্ডিং: একদিকে পুরী, অন্য দিকে কৃষ্ণনগর। এ বার দু’য়ের মধ্যেই তৈরি হল নতুন বন্ধন। পুরীর প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে নতুন জীবন শুরু করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।

দীর্ঘদিনের বন্ধুত্ব। এ বার সেটাই পরিণতি পেল ছাদনাতলায়। গত ৩০ মে, শুক্রবার জার্মানির বার্লিন প্রাসাদের ছাদে বছর ৬৫-এর পিনাকী মিশ্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ৫১-এর মহুয়া মৈত্র। দু’জনেরই এটি দ্বিতীয় বিবাহ। তাও একেবারে জমজমাট ভাবেই। বিদেশের মাটিয়ে এমন রাজকীয় বিবাহের নিদর্শন বিনোদন দুনিয়ায় কম নয়। রাজনৈতিক শিবিরে এই নজির বরং বিরল। এই মুহূর্তে অবশ্য মধুচন্দ্রিমায় ব্যস্ত নবদম্পতি। শোনা যাচ্ছে, চলতি মাসের শেষেই পিনাকী এবং মহুয়ার দেশে ফেরার কথা।

মার্কিন অর্থলগ্নি সংস্থা ‘জেপি মর্গ্যান অ্যান্ড চেস’-এ দীর্ঘদিন কর্মরত ছিলেন মহুয়া মৈত্র। সেই সময়তেই ডেনিশ ফিনান্সার লার্স ব্রর্সনের সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন তিনি। পরে বিবাহ। যদিও সেই দাম্পত্যজীবন চিরস্থায়ী হয়নি। মহুয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরেও দ্বিতীয়বার বিয়ে করেন লার্স। তাঁদের সন্তানও রয়েছে। অন্য দিকে পিনাকীর প্রথম স্ত্রী হলেন ওড়িশার সঙ্গীতা মিশ্র। তাঁদেরও এক পুত্র ও এক কন্যাসন্তান রয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *