পুজোয় ঠাকুর দেখে নিশ্চিন্তে ট্রেনে বাড়ি ফিরুন, চলবে রাতভর পুজো স্পেশাল ট্রেন

0

ট্রেন্ডিং: দূর্গাপুজোর দিনে নিশ্চিন্তে ট্রেন সফর করতেই পারেন। হ্যাঁ, গভীর রাতেও মিলবে ট্রেন। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ৩১ টি পুজো স্পেশাল ট্রেন চালাবে। আগামী ২৭ সেপ্টেম্বর রাত থেকে পয়লা অক্টোবর রাত পর্যন্ত এই স্পেশাল ট্রেন চালানো হবে। শিয়ালদহর ডিআরএম রাজীব সাক্সেনা এই বিশেষ ট্রেন পরিষেবার কথা ঘোষণা করেন। শিয়ালদহ মেন ও নর্থ সেকশনে মোট ১৯ টি ও শিয়ালদহ দক্ষিণ শাখায় ১২ টি স্পেশাল পরিষেবা দেওয়া হবে।

রাত ৯ টা ৪০ মিনিট থেকে ভোর রাত ৩ টে ১০ মিনিট পর্যন্ত শিয়ালদহ – রানাঘাট – নৈহাটি – শিয়ালদহর মধ্যে ৬ টি স্পেশাল ট্রেন চলবে। এর মধ্যে শিয়ালদহ – রানাঘাট দুটি, নৈহাটি – রানাঘাট দুটি এবং শিয়ালদহ – নৈহাটি দুটি ট্রেন চলবে। শিয়ালদহ – কল্যাণীর মধ্যে রাত ৯ টা ১০ মিনিট থেকে রাত দুটো ৫৫ মিনিটের মধ্যে চারটি ও বনগাঁ – বারাসাত – শিয়ালদহ রুটে চারটি ট্রেন রাত ১০ টা ২০ মিনিট থেকে ভোর সাড়ে চারটের মধ্যে চালানো হবে। এর মধ্যে শিয়ালদহ – বনগাঁ দুটি শিয়ালদহ – বারাসাত দুটি ট্রেন চলবে।

এছাড়া রাত ১১ টা ৪৫ মিনিট থেকে ভোর ৪ টে ৫৫ মিনিটের মধ্যে রানাঘাট – কৃষ্ণনগর ১ , কৃষ্ণনগর – নৈহাটি দুটি , কৃষ্ণনগর – কল্যানী ১ টি কল্যানী – রানাঘাট ১ টি সহ মোট ৫ টি ট্রেন চালানো হবে। অন্যদিকে , শিয়ালদহ দক্ষিণ শাখায় রাত ১১ টা ৪০ মিনিট থেকে ভোর সাড়ে চারটে পর্যন্ত শিয়ালদহ – বারুইপুর ২ টি এবং বালিগঞ্জ – বারুইপুরের মধ্যে চারটি সহ মোট ৬ টি ট্রেন চালানো হবে। এছাড়া, রাত সাড়ে ১১ টা থেকে ভোর ৩ টে ৪০ মিনিট পর্যন্ত শিয়ালদহ – বজবজ দুটি , নিউ আলিপুর – বজবজ এর মধ্যে চারটি ট্রেন চালানো হবে বলে রেল সূত্রের খবর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *