‘বিশ্বের সেরা ছবি বানাতে পারে টলিউড’, চলচ্চিত্র উৎসবের সমাপ্তি দিনে এসে বললেন মুখ্যমন্ত্রী

0

২ দিন আগেই এসেছিলেন। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপ্তি দিনেও সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসেই বললেন,  ‘টলিউড বিশ্বসেরা সিনেমা উপহার দিতে পারে’। সেইসঙ্গে বিদেশি পরিচালকদের বাংলার সিনেশিল্পে আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই শেষ হল  ৮ দিন ধরে চলা এ’ বছরের ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷

রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, অভিনেতা দেব, মহুয়া মৈত্র, সুরকার শান্তনু মৈত্র, পরিচালক অরিন্দম শীল, সৃজিত মুখোপাধ্যায় গৌতম ঘোষ, হরনাথ চক্রবর্তী, ইন্দ্রনীল সেন-সহ আরও অনেকে৷বাংলা সিনেমা সুযোগ পেলে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সিনেমা তৈরি করতে পারে বলে সেখানেই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের সেরা ছবি বানাতে পারে টলিউড। এখানে সেই ক্যাপাসিটি রয়েছে। পরিচালক থেকে অভিনেতা, অভিনেত্রীরা সকলেই যথেষ্ট দক্ষ এবং পরিশ্রমী। আমাদের রাজ্যে আসার জন্য সকলকে ধন্যবাদ। পরের বারও আসতে হবে।’ বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈচিত্র্যের কথা তুলে ধরে বলেন, ‘হলিউড বিখ্যাত, বলিউডও বিখ্যাত, কিন্তু বাংলা হল দেশের সাংস্কৃতিক রাজধানী। বাংলার সংস্কৃতি মানে একতা, ভালোবাসা ও বৈচিত্র্য। আমরা কলকাতাবাসী অতিথিদের ভালোবাসি, তাঁদের সম্মান করি এবং আতিথেয়তায় কোনও ত্রুটি রাখি না’।

এরপরই বিদেশিদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা যদি টলিপাড়ার সঙ্গে হাত মেলান, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানের সব ছবি উপহার দিতে পারবে। আমি জোর গলায় বলছি, আমাদের বাংলা চলচ্চিত্র জগতের সেই ক্ষমতা আছে। তবে হ্যাঁ, তার জন্য তাদের পাশে আপনাদের দাঁড়াতে হবে, উৎসাহ দিতে হবে, অনুপ্রেরণা দিতে হবে। চলুন না, আমরা একসঙ্গে মিলে সেই কাজটা করি’। তিনি আরও বলেন, ‘বাংলা উৎসব বিশ্বাস করে,উৎসবের মধ্যে দিয়ে তৈরি হয় মেধা। রোবোটিক দিয়ে ক্রিয়েটিভ কাজ হয় না দরকার হয় মানুষের টাচ। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালকে জনগণের উৎসব বলে অভিহিত করেন তিনি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed