বাংলার আকাশে টর্নেডো! বসিরহাটের আজব প্রাকৃতিক দৃশ্য দেখে চাঞ্চল্য

0

অন্যান্য: এক অবিস্মরণীয় দৃশ্য। একটি জলাশয় থেকে হঠাৎই বিশাল জলরাশি উঠে যাচ্ছে আকাশের দিকে। সময় যত এগোয়, সেই জলরাশি কুণ্ডলী পাকিয়ে আরও উপরে উঠতে থাকে। না, এটি কোনও সিনেমার দৃশ্য নয়। বরং বাস্তবেই ঘটেছে এমন। বসিরহাটের মিনাখা ব্লকের চৈতল নেরুলী এলাকায় এক আজব প্রাকৃতিক দৃশ্য ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। বাংলার আকাশে টর্নেডো নাকি?

গ্রামাঞ্চলের মানুষ এমন প্রাকৃতিক দৃশ্য আগে কখনও দেখেননি। কেউ কেউ বাইরে বেরিয়ে এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে থাকেন, আবার কেউ কেউ ভয়ে ঢুকে পড়েন নিজের বাড়িতে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই দৃশ্য ভাইরাল। প্রায় কয়েক মিনিট ধরে চলা এই টর্নেডোর মতো ঘটনা শেষ হতেই আশেপাশের এলাকা লন্ডভন্ড হয়ে যায়।

দুমড়ে-মুচড়ে গিয়েছে ছোটখাটো কাঁচাবাড়ির ছাউনি। উপড়ে গিয়েছে গাছ। তবে স্থানীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত কোনও গুরুতর হতাহতের খবর মেলেনি। বিশেষজ্ঞদের মতে, এটি একটি জলঘূর্ণি হতে পারে, যা সাধারণত জলের উপর তৈরি হয় এবং স্থলভাগে আসলে টর্নেডোর রূপ নেয়।

টর্নেডোটি খুব বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি। মাত্র কয়েক মিনিট ধরে চলে এই ধ্বংসলীলা। তার সাময়িক উপস্থিতিই যেন ছাপ ফেলে গেল স্থানীয়দের গভীরে। এই মুহূর্তে গ্রামবাসীদের মধ্যে আতঙ্কের ছায়া বজায় থাকলেও স্বস্তির বিষয় হল, প্রাণে রক্ষা পেয়েছেন সকলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *