দলবদলের জল্পনা থামল, নিজেদের ক্লাবেই থেকে গেলেন দুই মহাতারকা

দুই মহাতারকা তাদের নিজেদের ক্লাবেই রয়ে গেলেন। তাতে বড় দলবদলের জল্পনা থেমে গেল। রোনাল্ডো রয়ে গেলেন আল নাসরেই। নেইমারও রয়ে গেছেন সান্তোসেই। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল। কিন্তু আপাতত সৌদি আরব ছাড়ছেন না এই পর্তুগিজ তারকা। আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করলেন রোনাল্ডো। গত ২০২২ সালের ডিসেম্বরে ২০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে আল নাসরে নাম লেখান রোনাল্ডো। সেই চুক্তির মেয়াদ আছে এই মাস পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবীকরণ করে ফেলল আল নাসর। তবে ধোঁয়াশাটা তৈরি করেছিলেন রোনাল্ডো নিজেই। সমাজ মাধ্যমে নিজেই লিখেছিলেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’ এরপরই জল্পনা বেড়ে যায়। কিন্তু নতুন চুক্তির পরই রোনাল্ডো সমাজ মাধ্যমে লেখেন, ‘একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’
অন্যদিকে ক্লাব ছাড়ার গুঞ্জন ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়েও।সান্তোসের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। নেইমারের সঙ্গে নতুন চুক্তি করেছে সান্তোস। ২০২৫ সালের শেষ পর্যন্ত ক্লাবটাতে থাকবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তবে চুক্তিতে নতুন শর্তও যেখানে বলা হয়েছে, নেইমার চাইলে চুক্তির মেয়াদ ২০২৬ সালের গ্রীষ্মে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ পর্যন্ত বাড়াতে পারবেন। নেইমার বলেন, ‘আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এবং নিজের মনের কথা শুনেছি। সান্তোস শুধুই আমার দল নয়, এটা আমার ঘর, আমার শিকড়, আমার ইতিহাস, আমার জীবন। এখানে আমি একজন ছেলে থেকে পুরুষে পরিণত হয়েছি। এখানেই আমি সত্যিকারের ভালোবাসা পেয়েছি। এখানেই আমি নিজেকে খুঁজে পাই, এখানে আমি সত্যিকারের সুখি। এখানেই আমি ক্যারিয়ারে বাকি থাকা স্বপ্নগুলো পূরণ করতে চাই। আমাকে কেউ থামাতে পারবে না’। চলতি মাসের শুরুতে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে লোনে খেলার প্রস্তাব পেয়েছিলেন নেইমার। কিন্তু ব্রাজিল ফরোয়ার্ড সেই প্রস্তুাব প্রত্যাখ্যান করেন।