অকালে প্রয়াত শেফালি, কোন আশঙ্কায় নিজের মুখের উপর অত্যাচার করলেন উরফি?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ঠিক যেন হুল বসিয়েছে ভীমরুল! চোখ-মুখ-চোখ ফুলে ঢোল উরফি জাভেদের। সমাজমাধ্যমে অভিনেত্রী তথা এই নেটপ্রভাবীর পোস্ট করা ভিডিয়ো দেখে রীতিমতো চোখ কপালে উঠে গিয়েছে সকলের। অস্বাভাবিকভাবে ফুলে গিয়েছে ঠোঁটের অংশটি। সম্প্রতি তাঁকে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছিল মাস্ক পরিহিত অবস্থায়। মুখ আড়াল করে ছবিশিকারিদের বিন্দুমাত্র সময় না দিয়েই গাড়িতে উঠে যান তিনি। নেপথ্যে কারন কি এটাই! হঠাৎ কী হল তাঁর?

পোস্ট করা ভিডিয়োতে দেখা যাচ্ছে মুখে একের পর এক সূচ ফোটাচ্ছেন উরফি। অনেকেরই হয়তো মনে হবে, তিনি মুখে ফিলার্স করাচ্ছেন। কিন্তু তা ঠিক না। বরং আসল কারণ ঠিক উলটো। তিনি এর আগে করা ফিলার্স সরিয়ে নিচ্ছেন। ভিডিয়োটি পোস্ট করে উরফি লেখেন, ‘আমি ফিলার্স করাচ্ছি না। বরং আমি আমার মুখে অতীতে করা ফিলার্স সরিয়ে দিচ্ছি। কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই এই সিদ্ধান্ত। আমি আবারও ফিলার্স করাবো বেশ কিছুদিন পর। তবে মুখে আর সূচ ফুটিয়ে নয়। বরং চিকিৎসকের পরামর্শেই করব। এই পদ্ধতি খুবই কষ্টদায়ক। তাই চিকিৎসকের পরামর্শ মেনেই চলব।’

এক মাসও পেরোয়নি অভিনেত্রী শেফালি জরিওয়ালার মৃত্যুর। অভিনেত্রীর এমন অকালের চলে যাওয়া আলোচনার সুর চড়িয়েছে অনেক বিষয় নিয়েই। তার মধ্যে একটি হল, পছন্দমতো চেহারা পাওয়ার জন্য মুখের উপর নানা কৃত্রিম কারসাজি। কিছুদিন আগেই বোটক্স, ফিলার্সের বিরুদ্ধে ফুঁসে উঠেছিলেন মালাইকা সরাওয়াত। এ বার কি সেই পথে হাঁটছেন উরফিও? কতটা সতর্ক হলেন তিনি?

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *