কথা বলতে যাচ্ছিলেন জাহ্নবী, তাঁকে থামিয়ে অন্য প্রশ্ন বরুণের! অভিনেতার উপর ক্ষুব্ধ নেটিজেন

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: জরুরি বিষয় নিয়ে কথা বলছিলেন জাহ্নবী কাপুর। তার মাঝেই ব্যাঘাত ঘটান বরুণ ধাওয়ান। কিন্তু কেন?

‘সনী সংস্কারী কী তুলসী কুমারী’, এই মুহূর্তে সেই ছবিরই প্রচার নিয়ে ব্যস্ত দুই তারকা। সে দিন ছিল প্রচার-ঝলক প্রকাশের অনুষ্ঠান। সেখানেই কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রসঙ্গ ওঠে। বরুণ ও জাহ্নবী, দু’জনেই এই বিষয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন। সমাজমাধ্যমে মানুষের যে হারে ভুয়ো ছবি ছড়িয়ে পড়ছে, সেই নিয়ে চিন্তিত অভিনেত্রী। তার কারণ, এর ভুক্তভোগী নায়িকা নিজেও।

জাহ্নবী বলেন, “সমাজমাধ্যমে বহুবার দেখি আমার অনুমতি ছাড়াই এআই দিয়ে তৈরি করা আমার কত ছবি ঘুরে বেড়াচ্ছে। আমি বা আপনি দেখলেই বলতে পারব যে, ওটা এআই দিয়ে তৈরি। কিন্তু, সাধারণ মানুষ ভাববেন, ‘আরে, মেয়েটা এই পোশাক পরেই বাইরে বেরিয়ে পড়েছে’! আমি জানি না, এ সব আটকানোর কী নিয়ম আছে…” তার পরেই চুপ। অভিনেত্রীকে কথা শেষ করতে না দিয়েই হঠাৎ বরুণ বলে ওঠেন, “শশাঙ্ক (পরিচালক শশাঙ্ক খৈতান), এই ছবিতে এআই-এর ব্যবহার করোনি তো?” বরুণের হঠাৎ করে কথা বলার কারণেই খেই হারিয়ে ফেলেন অভিনেত্রী। বরুণের এই ব্যবহার দেখে যথেষ্ট বিরক্ত নেটাগরিকেরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *