না ফেরার দেশে ধর্মেন্দ্র, ডিসেম্বরেই হত ৯০, শোকস্তব্ধ সিনেদুনিয়া
প্রয়াত ধর্মেন্দ্র। বেশ কিছু দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন ধর্মেন্দ্র। হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। মাঝে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িও নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯। সোমবার, নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী লেখেন, “যে ভাবে তিনি ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছিলেন তার সঙ্গে অগুনতি মানুষ একাত্ম বোধ করতে পারতেন। অভিনয়ের পাশাপাশি বিনয়, নম্রতা ও আন্তরিকতার জন্যেও ধর্মেন্দ্রকে মানুষ ভালবেসেছেন। এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল ওঁর পরিবার, পরিজন, বন্ধুবান্ধব ও অসংখ্য অনুরাগীর প্রতি। ওম শান্তি।”

প্রবীণ অভিনেতার আত্মার শান্তিকামনা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, “ধর্মেন্দ্রজির প্রয়াণে গভীরভাবে শোকাহত। ভারতীয় সিনেমায় তাঁর অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে। পরিবার, পরিজন, অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।”

গত ১৫ দিন ধরে চলেছে টানাপড়েন। ধর্মেন্দ্রের স্বাস্থ্যের ক্রমশ অবনতি হচ্ছিল এবং সেই কারণেই নাকি ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। যদিও শেষ পর্যন্ত হাসপাতালের তরফে জানানো হয়েছিল, অভিনেতাকে নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। প্রসঙ্গত, আগামী মাসের ৮ তারিখে ৯০ বছর পূর্ণ হওয়ার কথা অভিনেতার । জন্মদিনের আগে ঘন ঘন হাসপাতালে ভর্তি হতেই তাঁকে নিয়ে উদ্বেগে দিন কাটাচ্ছিলেন অনুরাগীরা।
