হাসপাতাল থেকে ঝাঁপ দিতে যান ভিকির বাবা! কোন পরিস্থিতির সঙ্গে লড়ছিল কৌশল পরিবার?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই মুহুর্তে বলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেতা তিনি। বলিউডের প্রথম সারির নায়ক। ঝুলিতে একের পর এক হিট ছবি। তিনি ভিকি কৌশল। তাঁর দীর্ঘদিনের এই কর্মজীবন যথেষ্ট ঈর্ষার যোগ্য হলেও তাঁর শৈশব কিন্তু মোটেই মসৃণভাবে কাটেনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে উঠে আসে কৌশল পরিবারের অন্ধকারময় পরিস্থিতির কথা। এমনকি এই পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে বাবা শ্যাম কৌশলকে আত্মহত্যাপ্রবণও হয়ে পড়তে দেখেছেন তিনি। ঠিক কী হয়েছিল?

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকির বাবা সেই কথাই প্রকাশ্যে আনলেন। ২০০৩ সালে ক্যানসার ধরা পড়ে তাঁর। শ্যাম কৌশল জানান, সেই সময় একেবারে ভেঙে পড়েছিলেন তিনি। অস্ত্রোপচারের পরে পেটে ভয়ঙ্কর যন্ত্রণা হত। তা সহ্য করতে না পেরেই সিদ্ধান্ত নিয়েছিলেন আত্মহননের। ভেবেছিলেন হাসপাতাল ভবন থেকে ঝাঁপ দেবেন। কিন্তু যন্ত্রণা এতটাই প্রবল ছিল যে ঝাঁপ দিতে যেতেও পারেননি।

হৃতিক রোশনের ছবি ‘লক্ষ্য’-র শুটিং-এর সময়ে হঠাৎ পেটে যন্ত্রণা শুরু হয় তাঁর। সেই ছবিতে লড়াইয়ের দৃশ্যের পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। দিনের পর দিন এই যন্ত্রণা হয়ে উঠেছিল অসহনীয়। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। জানানো হয়, অস্ত্রোপচার ছাড়া উপায় নেই।
শ্যাম কৌশল বলেন, “আমাকে কিছু ওষুধ দিলেন চিকিৎসক। পরের দিন সকালেই আমার অস্ত্রোপচার করলেন। তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচার হল। সন্ধ্যায় সামান্য জ্ঞান ফিরেছিল। তবে সম্পূর্ণ জ্ঞান ফিরতে লেগে গিয়েছিল তিন দিন।”

অস্ত্রোপচারের পরেই জানা যায় ক্যানসারে আক্রান্ত তিনি। শ্যাম বলেন, “অস্ত্রোপচারের পরে আমার পেট থেকে কিছু বার করে সেটা পরীক্ষার জন্য পাঠানো হয়। দেখা যায়, সেটা ক্যানসার আক্রান্ত। রিপোর্ট আসার পরে চিকিৎসক বলেন, আমি বাঁচব না। সেই রাতেই আমি ভেবেছিলাম, চারতলা থেকে ঝাঁপ দেব। কিন্তু এতই দুর্বল ছিলাম, সেটা পারিনি। ভেবেছিলাম, মরতেই যখন হবে, তা হলে এখনই কেন নয়? কিন্তু যন্ত্রণায় নড়াচড়া পর্যন্ত করতে পারিনি।” তবে তিনি বিশ্বাস রেখেছিলেন ঈশ্বরের উপর। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *