বাবা হলেন বিনীত, কোলে আসা তিন দিনের সন্তানের কী কীর্তি জানালেন ‘ছাবা’ খ্যাত নায়ক?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
বলিউডে ফের খুশির খবর। দুই থেকে তিন হলেন অভিনেতা বিনীত কুমার সিং ও তাঁর স্ত্রী রুচিরা সিং। কোলে এক পুত্রসন্তান। প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দ তারকাজুটি নিজেরাই ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে।
মঙ্গলবার জন্ম নেয় তাঁদের সন্তান। বয়স মাত্র তিন দিন। এত ছোট্ট শিশুটিরও কীর্তি ফাঁস করেছেন নায়ক। সন্তান জন্মের খবর বিনীত সমাজমাধ্যমে ভাগ করে নেন একটি ছবির মাধ্যমে। সেখানে লেখা, ‘আমাদের ছোট্ট তারা চলে এসেছে।’ নীচে তারকা দম্পতির নাম এবং সন্তানের জন্মের তারিখ। অর্থাৎ ২৪ জুলাই ২০২৫। ছবিটি পোস্ট করেই অভিনেতা ক্যাপশনে লেখেন, ‘ভগবান আমাদের উপর আশীর্বাদ বর্ষিয়েছেন। আমাদের ছোট্ট সিং সবে মাত্র এসেছে। আর এখন থেকেই সকলের মন এবং দুধের বোতল চুরি করা শুরু করে দিয়েছে। এত খুশি দেওয়ার জন্য ভগবানকে ধন্যাবাদ।”
খবরটি প্রকাশ্যে আসতেই সদ্য বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগী থেকে তারকা সকলেই। অভিনেতা বিক্রান্ত মাসে লেখেন, ‘অনেক অনেক শুভেচ্ছা ভাই।’ অন্য দিকে অহনা কুমরা লেখেন, ‘ছোট্ট সন্তানকে দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’
২০২১ সালে রুচিরার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন বিনীত। বিয়ের তিন বছর পর পিতৃসুখ। চলতি বছর ফেব্রুয়ারিতে তিনি জানান, তাঁদের জীবনে নতুন অতিথি আসতে চলেছে। স্ত্রী রুচিরা বলেছিলেন, “মনে হচ্ছে আবেগে ভাসছি এই মুহুর্তে।” তবে এখন সব অপেক্ষার অবসান।
২০২৫ সালটাই যেন বিনীতের জন্য অত্যন্ত সৌভাগ্যময়। একের পর এক নতুন কাজে দেখা মিলেছে তাঁর। ওয়েব সিরিজ ‘রাঙিন’ থেকে শুরু করে ‘ছাবা’, ‘সুপারবয়েজ অফ মালেগাঁও’, ‘জাট’। ‘ছাবা’ ছবিতে তো তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে।