হাসপাতালে শয্যাশায়ী বিজয়! সামনেই ছবি মুক্তি, কী ভাবে সামলাবেন সবটা?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সামনেই আসন্ন ছবি ‘কিংডম’ এর মুক্তি। তার আগেই হাসপাতাকে ভর্তি করানো হল বিজয় দেবরাকোন্ডাকে! ছবি মুক্তির আগেই হঠাৎ কেন এমন অঘটন! কী হয়েছে অভিনেতার?
ডেঙ্গুতে আক্রান্ত অভিনেতা। এমনই খবর সর্বত্র। শোনা যাচ্ছে দিন দুয়েক আগেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন তিনি। আগামী কয়েকদিন এমনই পর্যবেক্ষণ চলবে তাঁর উপর। আগামী ২০ জুলাই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন দক্ষিণী তারকা। যদিও সবটাই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার উপর। এই মুহূর্তে বিজয়ের পাশে তাঁর পরিবারের সদস্যরা।
স্বাধীনতা উত্তর পর্বে সিংহল-তামিল সংঘাতের প্রেক্ষাপটে তৈরি এই ছবি ‘কিংডম’। ছবিতে যে অবতারে ধরা দেবেন অভিনেতা, এর আগে কখনওই নাকি সেই ভাবে দেখা যায়নি তারকাকে। ফলে স্বাভাবিকভাবেই ছবিটিকে ঘিরে উত্তেজনার পারদ তুঙ্গে অনুরাগীদের। অন্য দিকে আরও একটি কারণ হল, মুক্তিও পিছিয়েছে এই ছবির। ৩০ মে মুক্তি পাওয়ার কথা ছিল বিজয়ের ‘কিংডম’ ছবিটি। কিন্তু গত এপ্রিল মাসে পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার পর ভারত-পাকিস্তান দু’দেশের মধ্যে যে চাপানউতর সৃষ্টি হয়েছিল, এমন পরিস্থিতিতে ছবি মুক্তি সম্ভব ছিল না। ফলে স্থগিত রাখতে হয় এটিকে। অবশেষে নতুন দিনক্ষণ। আগামী ৩১ জুলাই মুক্তি পাচ্ছে এই ছবি। আপাতত অভিনেতার শারীরিক উন্নতির দিকেই তাকিয়ে ভক্তরা।