সাড়ে চার বছর পর রোহিতকে সরিয়ে ১ নম্বর কোহলি! ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন অন্যজন  

0

সাড়ে চারবছর! কম সময় নয়। বিরাট কোহলি ফিরে পেলেন সিংহাসন। তাও আবার সতীর্থ রোহিত শর্মাকে সরিয়ে।  ওয়ানডে ব্যাটারদের ক্রমতালিকায় আবার ১ নম্বর বিরাট কোহলি। ২০২১ সালের জুলাইয়ের পর প্রথমবার আইসিসি ওয়ানডে ব্যাটারদের মধ্যে শীর্ষে উঠেছেন কিং কোহলি। সাম্প্রতিক পারফরম্যান্সই তাঁকে শীর্ষাসনে বসিয়েছে।
ওয়ানডেতে শেষ ৫ ম্যাচে কোহলির সর্বনিম্ন ইনিংস অপরাজিত ৬৫, সেঞ্চুরি আছে দুটি আর হাফসেঞ্চুরি তিনটি। পাঁচ ম্যাচে ৪৬৯ রান করেছেন। ধারাবাহিক পারফরম্যান্সের জন্যই ৭৮৫ রেটিং নিয়ে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে চলে গেলেন বিরাট। ৭৭৫ রেটিং নিয়ে তৃতীয় স্থানে নেমে যান রোহিত। ৭৮৪ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
২০১৩ সালের অক্টোবরে প্রথমবার ওডিআই ক্রমতালিকায় শীর্ষে উঠেছিলেন কোহলি।
এবার নিয়ে মোট ১১ বার শীর্ষে উঠেছেন বিরাট।সব মিলিয়ে শীর্ষস্থানে আছেন ৮২৫ দিন।যা কোনও ভারতীয় ব্যাটারের মধ্যে সর্বাধিক।সবচেয়ে বেশি দিন ওয়ানডে ব্যাটারেদর ক্রমতালিকায় শীর্ষে থাকার রেকর্ড ভিভ রিচার্ডসের। ২৩০৬ দিন তিনি শীর্ষে ছিলেন। সবমিলিয়ে বিরাট একনম্বরে থাকার রেকর্ডে আছেন দশ নম্বরে।ওডিআই ব্যাটিংয়ে কেএলরাহুল এক ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন।
তবে কোহলির সামনে কঠিন চ্যালেঞ্জ। কারণ নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল তাঁর থেকে মাত্র এক রেটিং পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। ভারত-নিউজিল্যান্ড সিরিজে দু’জনেই ভাল পারফর্ম করছেন। বিরাট-রোহিত ছাড়া পাঁচে আছেন শুভমন গিল। আর দশে শ্রেয়স আইয়ার। একদিনের আন্তর্জাতিকে বোলারদের তালিকায় ১৫ নম্বরে উঠে এসেছেন ভারতের মহম্মদ সিরাজ। ওয়ানডেতে বোলারদের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আফগানিস্তান তারকা রশিদ খান শীর্ষ স্থান ধরে রেখেছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *