রাজার মতো কিং-এর ঘোষণা, বিদায় টেস্ট ক্রিকেট
স্পোর্টস ডেস্ক: ‘প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের একদিন মরে যেতে হয়…’
সফেদ যাত্রার সমাপ্তি ঘোষণা করলেন রাজা। টেস্ট ক্রিকেটে বর্ণময় কেরিয়ার থামালেন বিরাট কোহলি। সতীর্থদের ইঙ্গিত দিয়েছিলেন, বিসিসিআইকেও জানিয়ে দিয়েছিলেন, সাক্ষাৎকারেও আক্ষেপ নেই আর বলে দিয়েছিলেন। এরপর নতুন টেস্ট চক্রে প্রবেশ করার আগেই বিরাট নিজের সিদ্ধান্তের আনুষ্ঠানিকতাও শেষ করলেন। সম্মানের সর্বোচ্চ শিখরে থেকেই সাদা জার্সির মায়া ত্যাগ করলেন। দশ হাজার রানের ক্লাবে ঢোকার সুযোগ ছিল। সেই সুযোগের হাতছানিকেও উপেক্ষা করলেন। টেস্ট ছাড়লেন মাইস্টোনের ৭৭০ রান দূরে। ৯২৩০ রানের মাথায় ৩০ সেঞ্চুরি আর ৩১ হাফসেঞ্চুরি রেকর্ডবুকে নিয়ে বিদায় জানালেন তিনি। এর আগে গত বছর আন্তর্জাতিক টি–টোয়েন্টিকে বিদায় বলেছিলেন তিনি। ৩৬ বছর বয়সী এই ব্যাটসম্যান এখন থেকে শুধু ওয়ানডে খেলবেন।
সমাজমাধ্যম ইনস্টাগ্রামে অবসরের কথা ঘোষণা করেন তিনি। কোহলি লেখেন, ‘টেস্ট ক্রিকেটে ১৪ বছর হয়ে গেল ব্যাগি ব্লু জার্সি পরেছি। সত্যি বলতে, কখনও কল্পনা করতে পারিনি এই ফরম্যাট আমাকে এতটা এগিয়ে নিয়ে যাবে। টেস্ট ক্রিকেটই আমাকে তৈরি করেছে। ক্রিকেটের এই দীর্ঘ ফরম্যাট আমাকে যে শিক্ষা দিয়েছে, তা সারাজীবনের পাথেয়।’ কোহলি আরও লেখেন, ‘সাদা পোশাকে খেলাটা একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। দীর্ঘ দিন ধরে এই ফরম্যাট খেলে বুঝেছি, ছোট ছোট অনেক কিছুই ঘটে যা চিরকাল সঙ্গে থাকে। এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তবে, ঠিক মনে হচ্ছে। আমি আমার সর্বস্ব দিয়েছি। টেস্ট ক্রিকেট আমাকে প্রত্যাশার চেয়েও বেশি কিছু দিয়েছে।

খেলার প্রতি, মাঠের মানুষদের প্রতি এবং এই যাত্রায় যাঁরা আমাকে সমর্থন করেছেন, তাঁদের সকলের প্রতি কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমি বিদায় নিচ্ছি। আমি সবসময় আমার টেস্ট কেরিয়ারের দিকে হাসিমুখে ফিরে তাকাব।’ ২০১১ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পা রেখেছিলেন কোহলি। গত ১৪ বছরে খেলেছেন ১২৩ টেস্ট, ৩০ সেঞ্চুরিসহ করেছেন ৯২৩০ রান। গত নভেম্বর–জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বর্ডার–গাভাসকর ট্রফি থেকেই কোহলির টেস্ট কেরিয়ার নিয়ে আলোচনা হচ্ছিল। সেই সিরিজে পাঁচ টেস্টে তিনি ৯ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেন। টেস্ট ক্রিকেটে শেষ হল বিরাট অধ্যায়।