এ’বছর আবার কবে দেখা যাবে কো-রো জুটিকে? সিরিজ হারতেই কড়া সিদ্ধান্ত বিসিসিআইয়ের

দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। কিন্তু জলেই গেছে সেই পারফরম্যান্স। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ হয়েছে। বিরাট কোহলি-রোহিত শর্মা- ভারতীয় ক্রিকেটের দুই বর্তমান মহীরূহের আপাতত ছুটি। যেহেতু টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন কোহলি ও রোহিত। এতে করে ভক্তদের তো অপেক্ষা বাড়ছেন আবারও দুজনকে একসঙ্গে জাতীয় দলের হয়ে মাঠ মাতাতে দেখতে। আগামী জুনে সেই ম্যাচ ভারতের। মানে, মাসছয়েক কো-রো জুটির খেলা দেখা থেকে বঞ্চিতই থাকতে হবে ক্রিকেটপ্রেমীদের। জুনে আফগানিস্তান আসবে ভারত সফরে। সে’সময়ও তিন ম্যাচের ওডিআই সিরিজ হবে। যদিও তা এখনও নিশ্চিত হয়নি। ভারতের পরের একদিনের সিরিজ ইংল্যান্ডের বিরুদ্ধে আগামী জুলাই মাসে। সেখানেও তিন ম্যাচের ওডিআই সিরিজ হওয়ার কথা।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও ৩ ম্যাচে ২৪০ রান করেছেন বিরাট কোহলি। তবে ফর্মে ছিলেন না আর এক প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তিনি সবমিলিয়ে করেছেন ৬১ রান।
তবে কিউয়িদের বিরুদ্ধে টেস্টের পর একদিনের সিরিজ হার ভাল চোখে দেখেনি বিসিসিআই। বিশেষত ঘরের মাঠে সিরিজ হারায় বেশ হতাশই। এরমধ্যেই ক্রিকেট বিষয়ক এক বিশ্বস্ত ওয়েবসাইটের দাবি, শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না হলে শুভমন গিল ও রবীন্দ্র জাদেজার রঞ্জি ট্রফিতে খেলা নিশ্চিত।কিউয়িদের বিরুদ্ধে টি২০ সিরিজ বা বিশ্বকাপের দলেও তাঁরা নেই।২২ জানুয়ারি থেকে পঞ্জাবের বিপক্ষে সৌরাষ্ট্রের খেলা। সেখানেই একে অপরের মুখোমুখি হতে পারেন দুই তারকা। ওডিআই সিরিজে চোট সারিয়ে ওঠা অধিনায়ক শুভমন গিলের খেলায় প্রভাব পড়তে দেখা গেছে।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে গিলের রান যথাক্রমে ৫৬, ৫৬ ও ২৩। অন্যদিকে জাদেজাও অফফর্মে। নিউজল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে মাত্র ৪৩ রান করেছেন তিনি। বল হাতে শিকার করতে পারেননি একটি উইকেটও। ফলে, দু’জনকেই নাকি রঞ্জিতে খেলার পরামর্শ দেওয়া হচ্ছে।চলতি মরসুমে রঞ্জির একটি ম্যাচও খেলেননি গিল। গত মরসুমে কর্নাটকের বিপক্ষে শেষবার ঘরোয়া লাল বলের ক্রিকেট খেলেছিলেন তিনি। জাদেজা এই মরসুমে সৌরাষ্ট্রের হয়ে একটি ম্যাচই খেলেছেন।
