প্রকাশ্যেই আলোচনা! বিমানবন্দরেই নির্বাচকের সঙ্গে গুরুগম্ভীর কথা বিরাটের!

0

বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামবে ভারত। তার আগে চর্চায় একজনই, তিনি বিরাট কোহলি। রাঁচিতে যেভাবে সেঞ্চুরি হাঁকিয়েছেন, এখনও তাঁর রানের খিদে দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন-বর্তমান সবাই। ২০২৭ বিশ্বকাপে খেলার অদম্য ইচ্ছে যেন প্রকাশ পাচ্ছে তাঁর খেলায়। কিন্তু ড্রেসিংরুমের আবহ কেমন? তা নিয়েই চর্চা নেটিজেনদের। বিরাট কোহলির সঙ্গে দূরত্ব নাকি গৌতম গম্ভীরের। এমনকি নির্বাচকপ্রধান অজিত আগরকরেরও।এরজন্যই শোনা গিয়েছিল, রায়পুরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগেই নাকি গৌতম গম্ভীর ও অজিত আগরকরের সঙ্গে বৈঠকে বসবে বিসিসিআই। কিন্তু দেখা আগেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে অন্য এক ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে, রাঁচি বিমানবন্দরে অপেক্ষা করার সময়ই এক নির্বাচকের সঙ্গে গভীর ও সিরিয়াস আলোচনা করছেন বিরাট কোহলি। তা ভাইরাল হওয়ার পরই কৌতূহল বেড়েছে বিরাট ভক্তদের।

রাঁচি বিমানবন্দরে জাতীয় নির্বাচক মণ্ডলীর সদস্য প্রজ্ঞান ওঝার সঙ্গে আলোচনা সারতে দেখা যায় বিরাট কোহলিকে। তা দেখে অনেকেই মনে করছেন ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ এবং কোহলির পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা কয়েকমাস হল নির্বাচকের দায়িত্ব পেয়েছেন।  ভিডিয়োয় দেখা যায় কোহলি বেশ গম্ভীরভাবেই প্রজ্ঞানকে কিছু বোঝাচ্ছেন। প্রাক্তন স্পিনারও তা একমনে শুনছেন। তবে প্রজ্ঞানকে কিছু বলতে দেখা যায়নি।তাঁদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। সেই ভিডিয়োতে গৌতম গম্ভীরের সঙ্গেও দেখা করতে দেখা যায় প্রজ্ঞানকে।  তার আগে রোহিত শর্মার সঙ্গে হাত মেলান প্রজ্ঞান। হাসিখুশিভাবেই কথা বলেন রোহিতের সঙ্গে। 

রাঁচিতে প্রথম ওয়ানডেতে ১২০ বলে দুর্দান্ত ১৩৫ রান করেন বিরাট কোহলি। সেটা তাঁর কেরিয়ারের ৫২তম এবং রাঁচিতে তৃতীয় শতরান। যে ইনিংসে ছিল ১১টি চার ও সাতটি ছক্কা। রোহিত শর্মাও ৫১ বলে ৫৭ রান করেন।সেই সঙ্গে তিনটি ছক্কা হাঁকিয়ে ভেঙে দেন শহিদ আফ্রিদির রেকর্ড। সূত্রের খবর, বিসিসিআই কর্তারা কোহলি-রোহিতকে ছাড়া এইমুহূর্তে ভাবতে নারাজ। সিরিজ শেষের পর তাঁদের সঙ্গেও আলোচনাতে বসতে পারেন বোর্ড কর্তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *