২৮০০০ রানের মাইলস্টোন ছুঁয়েও ৭ রানের আফশোস কোহলির, ভারতের জয় এল সহজেই

0

বছর শুরুতে নতুন ভেন্যুতে ম্যাচ। প্রথম জয়। তিনশো প্লাস রান। সব হল। শুধু আরও ৭টা রান আর যোগ করতে না পারার আফশোসটা থেকে গেল ক্রিকেটপ্রেমীদের। বিরাট কোহলির জন্যই এই আফশোস। ২৫ রানের মাথায় শচীন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারার পর তৃতীয় ব্যাটার হিসেবে ২৮ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন কোহলি। ৫৫৭ ম্যাচে ৬২৪ ইনিংসে মাইলফলক ছুঁয়ে দ্রুততম হয়ে যান ৩৭ বছর বয়সী তারকা। যেখানে শচীন খেলেছেন ৬৪৪ ইনিংস ও সাঙ্গাকারা খেলেছেন ৬৬৬ ইনিংস। জয়ের মঞ্চ তৈরি করে দিয়েও মাত্র ৭ রানের জন্য এদিন সেঞ্চুরিটা মিস করলেন কোহলি। ফিরলেন ৯১ বলে ৯৩ রান করে। এরমধ্যে ৮টি চার ও ১টি ছয়। ওয়ানডে কেরিয়ারের ৫৪তম সেঞ্চুরিটা না পেলেও আন্তর্জাতিক রানে এখন দ্বিতীয় কোহলি। সামনে শুধুই শচীন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক ওভার বাকি থাকতেই ভারত জিতেছে ৪ উইকেটে। বরোদায় টস জেতেন শুভমন গিল। নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান। ডেভন কনওয়ে (৫৬), হেনরি নিকোলস (৬২) ও ড্যারিল মিচেলের (৮৪) তিন অর্ধশতরানের ইনিংসে ভর করে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড ৮ উইকেটে তুলে ফেলে ৩০০ রান। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন সিরাজ, হর্ষিত রানা ও প্রসিদ্ধ কৃষ্ণা। একটি উইকেট পান কুলদীপ।

জবাবে ভারত প্রথম উইকেট হারায় ৩৯ রানে। ২৯ বলে ২৬ রান করে বিদায় নেন রোহিত শর্মা। এরপর অধিনায়ক শুভমন গিলকে নিয়ে ১১৮ রানের জুটি গড়ে নিউজিল্যান্ডকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন কোহলি। ৭১ বলে ৫৬ রান করা গিল থামলেও, শ্রেয়স আইয়ারকে নিয়ে তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি  গড়েন কোহলি। যদিও সেঞ্চুরির ৭ রান আগেই আচমকা থামেন কোহলি। শ্রেয়সও একরানের জন্য কামব্যাক ম্যাচে অর্ধশতরান থেকে বঞ্চিত হয়েছেন। তার আগে ৪ করে ফিরে যান রবীন্দ্র জাদেজা। হর্ষিত করেন ২৯। শেষটা করলেন কেএল রাহুল। ওয়াশিংটন সুন্দর(৭) নিয়ে ভারতকে ৩০৬ রান তুলে শেষ করেন রাহুল। অপরাজিত থাকেন ২৯ রানে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী বুধবার রাজকোটে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *