পাঁজরে চোট! টি২০ সিরিজে নেই ওয়াশিংটন সুন্দর! টি২০ বিশ্বকাপে খেলা নিয়েও উঠল প্রশ্ন
আশঙ্কা ছিলই, তাই সত্যি হল। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে পাঁজরে চোট লাগায় আর পরের ম্যাচগুলো খেলতে পারেননি ওয়াশিংটন সুন্দর। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। শুধু তাই নয়, তাঁর ভারতীয় এই অলরাউন্ডারের টি২০ বিশ্বকাপ খেলা নিয়েও উঠে গেল বড়সড় প্রশ্নচিহ্ন।
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজে প্রথম একদিনের ম্যাচে বল করার সময় পাঁজরে অস্বস্তি বোধ করতে থাকেন সুন্দর। চোট থাকা সত্ত্বেও তিনি ৮ নম্বরে ব্যাট করতে নামেন। ৭ বলে ৭ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই ফেরেন সুন্দর। পরবর্তীতে তাঁর স্ক্যান করানো হয়। তাতে মেডিক্যাল বিশেষজ্ঞরা তাঁকে বিশ্রামেরই পরামর্শ দিয়েছেন। বিসিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে, সাইড স্টেনের কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি২০ ম্যাচ খেলতে পারবেন না সুন্দর।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ মূলত টি২০ বিশ্বকাপের মহড়া হিসেবেই ধরা হচ্ছিল। সেখানে ওয়াশিংটন সুন্দর না থাকাটা বড় ধাক্কা।তাঁর জায়গায় কাকে নেওয়া হবে, তা অবশ্য এখনও ঘোষণা করা হয়নি।ঠিক, কতদিনে ম্যাচ ফিট হয়ে উঠতে পারবেন তা অবশ্য জানা যায়নি। তবে সংশয়ে ফেলেছে তাঁর টি২০ বিশ্বকাপে অংশগ্রহণও।
ওয়ান ডে সিরিজে তাঁর পরিবর্তে প্রথমবার ডাক পেয়েছেন আয়ুষ বাদোনি।কিন্তু বিশ্বকাপে সুন্দর খেলতে না পারলে কে খেলবেন, তা নিয়ে জল্পনা বাড়ছে।৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ। এই কারণেই তাঁর সম্ভাব্য পরিবর্ত ক্রিকেটারদের নিয়ে আলোচনা চলছে। টি২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাননি নীতীশ কুমার রেড্ডি। ফলে, একান্তই সুন্দর না খেললে, ঘরোয়া ক্রিকেটে ভাল পারফরম্যান্স করার জন্য ডাক পেতেই পারেন তিনি। অন্যদিকে, সুযোগ রয়েছে বাংলার ক্রিকেটার শাহবাজ আহমেদের জন্যও। এর আগে সুন্দর চোট পাওয়ায় জিম্বাবোয়ে সফরে ডাক পেয়েছিলেন শাহবাজ। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটেও ভাল পারফরম্যান্স করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে ভারতীয় দলে অক্ষর প্যাটেলের পরিবর্ত হিসেবে জায়গা পান শাহবাজ। সবকিছুই নির্ভর করবে ওয়াশিংটন সুন্দর কত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন, তারওপর।
