বারাসাতে কালীপুজো দেখতে চিন্তা নেই, একগুচ্ছ ‘বিশেষ’ ট্রেন চলবে গভীর রাত পর্যন্ত

কালীপুজো বারাসাতে ঠাকুর দেখা আরও সহজ হল। কারণ, সেখানে ঠাকুর দেখতে যাওয়ার জন্য একগুচ্ছ ‘বিশেষ’ ট্রেন চলবে। যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার রাতে শহরতলীর বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে। যেসব শাখায় রাত্রিকালীন এই বিশেষ পরিষেবা দেওয়া হবে সেগুলি হল শিয়ালদহ – ডানকুনি, শিয়ালদহ – বারাসাত, বনগাঁ – বারাসাত, শিয়ালদহ – রানাঘাট, এবং শিয়ালদহ – বারুইপুরের মধ্যে এই পরিষেবা পাওয়া যাবে। সংশ্লিষ্ট দিনগুলিতে শিয়ালদহ – ডানকুনি স্পেশাল শিয়ালদহ থেকে রাত সাড়ে ১১ টায়, ডানকুনি – শিয়ালদহ স্পেশাল ডানকুনি থেকে রাত ১২ টা ২৫ মিনিটে, শিয়ালদহ – বারাসাত স্পেশাল শিয়ালদহ থেকে রাত ১২ টা ১০ মিনিটে, ও বারাসাত – শিয়ালদহ স্পেশাল বারাসাত থেকে রাত ১ টা ১০ মিনিটে, বনগাঁ – বারাসাত স্পেশাল বনগাঁ থেকে রাত সাড়ে ১২ টায় , বারাসাত – বনগাঁ স্পেশাল বারাসাত থেকে রাত দুটোয়, শিয়ালদহ – রানাঘাট স্পেশাল শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে , রানাঘাট – শিয়ালদহ স্পেশাল রাত ১১ টা ৪৫ রানাঘাট থেকে এবং শিয়ালদা – বারুইপুর স্পেশাল শিয়ালদহ থেকে রাত সাড়ে ১২ টায় ও বারুইপুর – শিয়ালদহ স্পেশাল বারুইপুর থেকে রাত ১ টা ২৫ মিনিটে ছাড়বে। এর পাশাপাশি রাজ্য সরকারের অনুরোধে আগামী ২০ থেকে ২৪ অক্টোবর নৈহাটি স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দুপুর ১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কোন ট্রেন চলাচল করবে না। সংশ্লিষ্ট ট্রেন গুলি এর পরিবর্তে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল করবে। এছাড়া, আগামী ২০ থেকে ২২ অক্টোবর শহরতলীর মোট ৬ টি এসি লোকাল সপ্তাহের কাজের দিনের সময় সূচি অনুসারে চলবে বলে রেল সূত্রের খবর।
পুজোর দিনগুলিতে বারাসাত শহর মেতেওঠে আলোর উৎসবে। দেশ-বিদেশের সুনামধন্য স্থাপত্য, ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, মন্দিরের অনুকরণে মণ্ডপসজ্জা যেমন তাক লাগায় দর্শনার্থীদের, তেমনি সৃজনশীল ভাবনার মণ্ডপসজ্জাও টক্কর দেয় অনুকরণ শিল্পকে। সঙ্গে বাড়তি পাওনা মানানসই আলোকসজ্জা ও প্রতিমা। ফলে, সবের মিশেলের জমেওঠে বারাসাতের কালীপুজো।