বারাসাতে কালীপুজো দেখতে চিন্তা নেই, একগুচ্ছ ‘বিশেষ’ ট্রেন চলবে গভীর রাত পর্যন্ত

0



কালীপুজো বারাসাতে ঠাকুর দেখা আরও সহজ হল। কারণ, সেখানে ঠাকুর দেখতে যাওয়ার জন্য একগুচ্ছ ‘বিশেষ’ ট্রেন চলবে। যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার রাতে শহরতলীর বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে। যেসব শাখায় রাত্রিকালীন এই  বিশেষ পরিষেবা দেওয়া হবে সেগুলি হল শিয়ালদহ – ডানকুনি, শিয়ালদহ – বারাসাত, বনগাঁ – বারাসাত, শিয়ালদহ – রানাঘাট, এবং শিয়ালদহ – বারুইপুরের মধ্যে এই পরিষেবা পাওয়া যাবে। সংশ্লিষ্ট দিনগুলিতে শিয়ালদহ – ডানকুনি স্পেশাল শিয়ালদহ থেকে রাত সাড়ে ১১ টায়, ডানকুনি – শিয়ালদহ  স্পেশাল ডানকুনি থেকে রাত ১২ টা ২৫ মিনিটে, শিয়ালদহ – বারাসাত  স্পেশাল শিয়ালদহ থেকে রাত ১২ টা ১০ মিনিটে, ও বারাসাত – শিয়ালদহ স্পেশাল বারাসাত থেকে রাত ১ টা ১০ মিনিটে,  বনগাঁ – বারাসাত স্পেশাল বনগাঁ থেকে রাত সাড়ে ১২ টায় , বারাসাত – বনগাঁ স্পেশাল বারাসাত থেকে রাত দুটোয়,  শিয়ালদহ – রানাঘাট স্পেশাল শিয়ালদহ থেকে রাত ১২ টা ৪০ মিনিটে , রানাঘাট – শিয়ালদহ স্পেশাল রাত ১১ টা ৪৫ রানাঘাট থেকে এবং শিয়ালদা – বারুইপুর স্পেশাল শিয়ালদহ থেকে রাত সাড়ে ১২ টায় ও বারুইপুর – শিয়ালদহ স্পেশাল বারুইপুর থেকে রাত ১ টা ২৫ মিনিটে ছাড়বে। এর পাশাপাশি রাজ্য সরকারের অনুরোধে  আগামী ২০ থেকে ২৪ অক্টোবর নৈহাটি স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে দুপুর ১ টা থেকে রাত ১২ টা পর্যন্ত কোন ট্রেন চলাচল করবে না। সংশ্লিষ্ট ট্রেন গুলি এর পরিবর্তে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম থেকে চলাচল করবে। এছাড়া, আগামী ২০ থেকে ২২ অক্টোবর শহরতলীর মোট ৬ টি এসি লোকাল সপ্তাহের কাজের দিনের সময় সূচি অনুসারে চলবে বলে রেল সূত্রের খবর।
পুজোর দিনগুলিতে বারাসাত শহর মেতেওঠে আলোর উৎসবে। দেশ-বিদেশের সুনামধন্য স্থাপত্য, ঐতিহাসিক ও ধর্মীয় স্থান, মন্দিরের অনুকরণে মণ্ডপসজ্জা যেমন তাক লাগায় দর্শনার্থীদের, তেমনি সৃজনশীল ভাবনার মণ্ডপসজ্জাও টক্কর দেয় অনুকরণ শিল্পকে। সঙ্গে বাড়তি পাওনা মানানসই আলোকসজ্জা ও প্রতিমা। ফলে, সবের মিশেলের জমেওঠে বারাসাতের কালীপুজো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *