‘আমাদের সময় অ্যাংজাইটি অ্যাটাক ছিল না’, জয়া বিতর্কিত মন্তব্য করতেই তর্কে জড়ালেন মেয়ে শ্বেতা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বরাবরই স্পষ্টবাদী তিনি। প্রয়োজনে সর্বসমক্ষে সকলকে তুলোধোনা করতেও ছাড়েন না তিনি। কথা হচ্ছে অভিনেত্রী জয়া বচ্চনকে নিয়েই। সম্প্রতি নিজেরই এক মন্তব্যের কারণে বিতর্কে জড়িয়েছেন তিনি। এমনকি মায়ের পাল্টা জবাব দিয়েছেন মেয়ে শ্বেতা বচ্চনও। নাতনি নব্যা নভেলি নন্দার পডকাস্ট ‘হোয়াট দ্য হেল নব্যা’-তে তরুণ প্রজন্ম এবং সেটির উদ্বেগ নিয়ে কথা বলেছেন জয়া।

অভিনেত্রীর মতে, তরুণ প্রজন্মের মানসিক চাপের জন্য দায়ী ইন্টারনেট। তিনি বলেন, “তোমাদের জেনারেশনের মধ্যে দেখা যায়—মেসেজের তড়িঘড়ি উত্তর দিতে হবে, কল ধরতে হবে… এইসব থেকে একরকম অনলাইন স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে আজকের প্রজন্ম। এটা অপ্রয়োজনীয় চাপ তৈরি করে এবং মানসিক উদ্বেগ বাড়ায়।”

সেই প্রসঙ্গ ধরেই তিনি বলতে থাকেন, “আমাদের দেখতে ভাল লাগছে তো? ঠিক কথা বলছি তো? এই নিয়মিত আত্মবিশ্লেষণ থেকেই মানসিক চাপ সৃষ্টি হয়। আমরা ছোটবেলায় ‘অ্যাংজাইটি অ্যাটাক’ কথাটাও শুনিনি, এমনকি আমাদের মধ্যবয়সেও না।”

মায়ের এই কথার সঙ্গে সহমত পোষণ করতে পারেননি শ্বেতা। তিনি পাল্টা উত্তরে বলেন, “অ্যাংজাইটি আগেও ছিল। এখন শুধু সেটার পরিচিতি বেড়েছে। এখন লোকে এ নিয়ে কথা বলে। বোঝার চেষ্টা করে।” এমনকী তিনি এটাও মনে করিয়ে দেন যে এক সময় জয়া নিজেও কোনও কোনও সময়ে এই ‘অ্যাংজাইটি’র শিকার হয়েছেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *