মেসির কাছে ‘ক্ষমা’ চাইলেন মুখ্যমন্ত্রী, ঘটনার তদন্তের জন্য হল কমিটি, টাকা ফেরতের কথা বললেন রাজ্যপাল
যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসি ম্যাসাকার। চরম বিশৃঙ্খলার ঘটনা, যুবভারতীতে তাণ্ডবলীলায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তদন্ত কমিটি তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য কমিটি গঠন করছি।এই কমিটি গোটা ঘটনার বিস্তারিত তদন্ত করবে।যারা এই ঘটনার জন্য দায়ী তাদের চিহ্নিত করা হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। কিভাবে এই ঘটনা ঘটলো তা তদন্ত করে দেখবে এই কমিটি। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তা নিয়েও মুখ্যমন্ত্রী সতর্ক করে দিয়েছেন।
শনিবার যুবভারতীতে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীরও। তার জন্য রওনা হয়েছিলেন।কিন্তু বিশৃঙ্খলার ঘটনায় মাঝপথ থেকে ফিরে যেতে হয় মুখ্যমন্ত্রীকে। পরে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘আজ সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও অনুষ্ঠান উপভোগ করতে এবং তাঁদের প্রিয় ফুটবলার লিওনেল মেসিকে একনজর দেখতে স্টেডিয়ামের পথে রওনা হয়েছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, পাশাপাশি সব ক্রীড়াপ্রেমী ও তাঁর সমর্থকদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’’

এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস। তিনি জানান, আয়োজক, স্পনসররা ছাড়াও পুলিশও এই ঘটনার জন্য সমানভাবে দায়ী। দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া ও স্টেডিয়ামের ভাঙচুরের ক্ষতিপূরণের জন্য আয়োজকদের কাছ থেকে টাকা নেওয়া উচিত।
তবে এই ঘটনা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গেছে। বিজেপি সমর্থকরা এই বিশৃঙ্খলা ঘটিয়েছে বলে তৃণমূল অভিযোগ করেছে।

দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা গেরুয়া পতাকা নিয়ে মাঠে ঢুকে, স্লোগান দিয়ে, উস্কানি দিয়ে অশান্তি তৈরির চেষ্টা করে। দর্শকদের ক্ষোভের সুযোগ নিয়ে এরা শকুনের রাজনীতি করেছে। বাংলার বদনাম করতে বিজেপি সব সীমা ছাড়াতে পারে।’’ পাল্টা এই ঘটনা নিয়ে দুর্নীতি, কালোবাজারের অভিযোগ করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এই ঘটনায় আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলার মান সম্মান নষ্ট হয়েছে। প্রশাসনিক ব্যর্থতাই এর কারণ।’’
