মা ব্যস্ত, শুভশ্রীর অনুপস্থিতিতে দীপাবলিতে বাড়ি প্রদীপের আলোয় সাজালেন ছোট্ট ইয়ালিনীই

0




‘এই শহর জানে আমার প্রথম সব কিছু…’
একটু একটু করে বেড়ে ওঠা, স্কুল জীবন, ঠাকুর দেখা, বিশেষ মুহূর্ত সব কিছুই জানে শহর কলকাতা। এখানেই বাবা রাজ চক্রবর্তী ও মা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের আদরে বড় হচ্ছে ছোট্ট ইয়ালিনী। সোমবার দীপাবলি। আলোর সাজে সেজে উঠেছে শহর। কিন্তু ছোট্ট ইয়ালিনি তাঁর মা’কে পাইনি। তা বলে বাড়ি তো অন্ধকারে থাকবে না! ছোট্ট হাতেই সেজে উঠেছে রাজ-বাড়ি। দীপাবলিতে চক্রবর্তী বাড়িতে চোদ্দ প্রদীপ ধরানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে একরত্তি ইয়ালিনী। সেই ছবি সমাজ মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল। ভিডিয়োর শুরুতে দেখা যায় এক থালা মাটির প্রদীপের সামনে দাঁড়িয়ে ছোট্ট ইয়ালিনী, আর তার পাশে বসে সৃষ্টি। সেখানে ইয়ালিনীর পরনে গোলাপি জামা। কপালে ছোট্ট টিপ। তুলতুলে হাতে প্রদীপের বুকে তুলো সাজাতে দেখা গেল তাকে। খুব মন দিয়ে প্রদীপ সাজাচ্ছে। শুধু সলতে রেখেই সে ক্লান্ত নয়, বরং প্রদীপে তেল ঢালতে দেখা গেল তাঁকে। আর খুদে ইয়ালিনীর এসবের ত্বত্ত্বাবধানে পিসতুতো দিদি সৃষ্টি পাণ্ডে।   ইউভানেরও দেখা মেলে। ইউভান যেন আহ্লাদে আটখানা।  খোঁজ পড়েছিল মা কোথায়?কালীপুজোর আগের রাতে একাধিক পুজো মণ্ডপে উদ্বোধনে ব্যস্ত ছিলেন অভিনেত্রী শুভশ্রী। তাই সঙ্গ দেওয়া হয়নি ইয়ালিনীকে। কিন্তু ইয়ালিনিই মায়ের অনুপস্থিতিতে সাজিয়ে তুলেছেন বাড়ি। মেয়ের কাণ্ডকারখানার ছবি শেয়ার করেন শুভশ্রী। তিনি ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি দিওয়ালি।’  টলিপাড়ার অভিনেত্রী মানালি বলছেন, খুব মন দিয়ে করছে কিন্তু। আবার ফলক রশিদ বলছেন, কী মিষ্টি। শুভশ্রীর ভক্তরা কী বলছেন? পুজোর পরেই ইউভান-ইয়ালিনীকে নিয়ে মহাকাল মন্দিরে রাজ-শুভশ্রী। সেখানে পুজো দেওয়া থেকে শুরু করে, ছেলেমেয়ের নানা ঘটনা ভক্তদের জন্যও শেয়ারও করেন তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *