২০২৭ বিশ্বকাপ খেলবেন? ২০২৫ সালেই বিরাটকে চেনা দায়! মুখভর্তি সাদা দাড়ি-গোঁফ!
স্পোর্টস ডেস্ক:
‘এ তুমি কেমন তুমি’! আচমকা দেখলে চেনাই যেন মুশকিল। সাদা গোঁফ-দাড়ি। লন্ডনের রাস্তায় ভক্তের আব্দারে ছবি তুলছেন, আর কেউ নন, স্বয়ং বিরাট কোহলি। ক্রিকেট না থাকলে বেশিরভাগ সময় লন্ডনে থাকেন কোহলি এবং অনুষ্কা শর্মা। আইপিএলের পরই লন্ডনেই থাকছেন বিরুষ্কা। সেখানেই এক ভক্তের সঙ্গে ছবি তোলেন। তা সমাজমাধ্যমে দিতেই রীতিমতো ভাইরাল! এ কী মুখের অবস্থা? চেনাই দায় কোহলিকে। প্রায় সব দাড়ি-গোঁফ সাদা। গত দু’মাসে যেন এক ধাক্কায় বয়স খানিকটা বেড়ে গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের। যেন দু’মাসেই বুড়ো হয়ে গেছেন বিশ্বের অন্যতম ফিট তকমাধারী ক্রিকেটার।
গত আইপিএলের মাঝে ১২ মে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন কোহলি। মাত্র ৩৬ বছরেই সাদা জার্সি তুলে রেখেছেন । চল্লিশের কোটায় যেতেও অনেকটাই দেরী। কিছু দিন আগে লন্ডনে যুবরাজ সিংয়ের অনুষ্ঠানে গিয়ে অবসরের কারণ হিসেবে কোহলি রসিকতার সঙ্গেই বলেছিলেন, তাকে এখন চার দিন অন্তর দাড়ি গোঁফ রং করাতে হয়। তা’বলে এই অবস্থা! ছবিতে তাঁর মুখে দাড়ির রং দেখে অনুরাগীরা হতাশ হতেই পারেন। বয়সের ছাপ যেন স্পষ্ট। বর্তমানে কোহলি টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও অবসর নিয়েছেন। এখন কেবল ওয়ানডে ফরম্যাটেই তাকে দেখা যায়। রোহিত শর্মার সঙ্গে তিনি ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে চান। তবে দীর্ঘ সময় ধরে এক ফরম্যাটে খেলে ফিটনেস ও ফর্ম ধরে রাখা সহজ হবে না—এটা অনেকেই মনে করছেন।
এমনিতেই প্রাক্তনরা মনে করছেন, ২০২৭ সালে খেলা কোহলির পক্ষে বেশ কঠিনই। এইরকম মুখ দেখলে আরোই যেন চাপ বেড়ে যেতে পারে এমনটা ভেবেই আশঙ্কিত ভক্তরা। সূত্রের খবর, খুব তাড়াতাড়ি এই সিনিয়র দুই ক্রিকেটারের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে বোর্ড। বিসিসিআই সূত্রে জানানো হয়েছে, ‘বিশ্বকাপ এখনো দুই বছরেরও বেশি দূরে (নভেম্বর ২০২৭)। তখন কোহলি-রোহিতের বয়স প্রায় ৪০-এর কাছাকাছি হবে। আমাদের স্পষ্ট রোডম্যাপ থাকা দরকার, কারণ শেষবার বিশ্বকাপ জিতেছিলাম ২০১১ সালে। একইসঙ্গে কিছু তরুণকেও সুযোগ দেওয়া প্রয়োজন।’