মধুর প্রতিশোধ, আলকারাজকে হারিয়ে উইম্বলডনের নতুন রাজা সিনার

0

খুব বেশিদিন নয়, ৩৫ দিন আগেই প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে পাঁচ সেটের লড়াই করেছিলেন দু’জন। সেটা ফ্রেঞ্চ ওপেন। জিতেছিলেন আলকারাজ। আর এবার উইম্বলডন ফাইনাল। একই প্রতিপক্ষ। তাতে মধুর প্রতিশোধ নিলেন ইয়ানিক সিনার। আলকারাজকে ৪-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে প্রথম উইম্বলডন খেতাব জিতলেন সিনার। ফ্রেঞ্চ ওপেনে প্রথম দুই সেট হার থেকে ঘুরে দাঁড়িয়ে জিতেছিলেন আলকারাজ। সিনার তার প্রতিশোধ নিলেন পিছিয়ে গিয়েও টানা তিন সেট জিতে।

এই নিয়ে টানা চারটি গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠে তিনটিতেই চ্যাম্পিয়ন হলেন সিনার। এর মধ্যে তার একমাত্র হার আলকারাজের বিপক্ষেই। ইতালিয়ান এই শীর্ষ বাছাইয়ের কেরিয়ারে এটা চতুর্থ গ্র্যান্ড স্লাম খেতাব। দারুণ শুরুর পরও, প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে পারেননি কার্লোস আলাকারাজ। ফলে উইম্বলডনে হ্যাটট্রিক জয় থেকে বঞ্চিত থাকলেন। আগের ১২ বারের মুখোমুখি লড়াইয়ে শেষ পাঁচটিসহ মোট আটবার জিতেছিলেন আলকারজস, কিন্তু এখানে তিনি তেমন লড়াই জমাতেই পারলেন না। অল ইংল্যান্ড ক্লাবে টানা ২০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে সেন্টার কোর্টে নেমেছিলেন আলকারাজ। তবে উইম্বলডনে তাঁর শেষ হার ছিল সিনারের বিপক্ষেই, ২০২২ সালে চতুর্থ রাউন্ডে। অন্যদিকে ২০২৪ সালের অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম গ্র্যান্ড স্লামের স্বাদ পেয়েছিলেন সিনার।

পরের বছর মাঝামাঝি সময়ের মধ্যে সংখ্যাটা হয়ে গেল চার, এর তিনটিই আবার শেষ চার গ্র্যান্ড স্লামে। ট্রফি হাতে উচ্ছ্বসিত সিনার বলেন, ‘যেমন চেয়েছেন সবকিছু যেন তেমনই হচ্ছে’। চির প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা এই স্প্যানিশ তারকাকে ধন্যবাদ জানিয়ে সিনার বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে দারুণ, সেজন্য ধন্যবাদ। তোমার সঙ্গে খেলা অনেক কঠিন। তবে কোর্টের বাইরেও আমাদের খুব ভালো সম্পর্ক…তুমি এই ট্রফি অনেকবার তুলে ধরবে।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *