সেমির গাঁটেই বিদায় সাবালেঙ্কার, ফাইনালে সিওনটেকের সামনে আনিসিমোভা
স্পোর্টস ডেস্ক: অঘটন ঘটছিলই। উইম্বলডনে সবচেয়ে বড় অঘটনটা যেন ঘটল মেয়েদের সেমিফাইনালে। মেয়েদের বিশ্ব র্যাঙ্কিংয়ের ১ নম্বর খেলোয়াড়, টুর্নামেন্টের শীর্ষ বাছাই, সেমির লড়াইতে ফেভারিট আরিনা সাবালেঙ্কাই উইম্বলডনে ছিটকে গেলেন। সেন্টার কোর্টে সাবালেঙ্কাকে ৬-৪, ৪-৬, ৬-৪ গেমে হারিয়ে প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছে গেছেন ২৩ বছর বয়সী আনিসিমোভা। সাবালেঙ্কা উইম্বলডনে কখনো সেমিফাইনালের বাধা টপকাতে পারেননি।
এবারেও মিথ ভাঙতে পারলেন না। এর আগে ২০২১ ও ২০২৩ সালেও শেষ চার থেকে বিদায় নিয়েছিলেন। এবার চমকে দিলেন ১৩তম বাছাই আনিসিমোভা। রাশিয়ান বংশোদ্ভূত এই মার্কিন খেলোয়াড়ের এর গ্র্যান্ড স্লামে সর্বোচ্চ সাফল্য ছিল ২০১৯ সালের ফরাসি ওপেনের সেমিফাইনালে খেলা। সাবালেঙ্কাকে হারিয়ে তিনি যে ফাইনালে পৌঁছে গিয়েছেন তা নিজেই বিশ্বাস করতে পারছেন না। সাবালেঙ্কা ও আনিসিমোভার লড়াই হয় ২ ঘণ্টা ৩৬ মিনিট ধরে। জেতার পরে আনিসিমোভা বলেন, ‘এখনও বাস্তব বলে মনেই হচ্ছে না। সাবালেঙ্কা কঠিন প্রতিপক্ষ। ম্যাচটা কীভাবে জিতলাম, তা বুঝতেই পারছি না।’
অন্যদিকে প্রত্যাশা মতোই উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন ইগা সিওনটেক। সেমিফাইনালে অষ্টম বাছাই সিওনটেক সরাসরি সেটে হারালেন সুইৎজারল্যান্ডের অবাছাই খেলোয়াড় বেলিন্ডা বেনসিসকে। ম্যাচের ফল সিওনটেকের পক্ষে ৬-২, ৬-০। ফলে ফাইনালে সিওনটেক মুখোমুখি হবেন আনিসিমোভার। যিনিই জিতুন, উইম্বলডন পাবে নতুন রানি।