বিয়ে করলেন ‘দঙ্গলকন্যা’! অভিনয় ছেড়ে দেওয়ার পর ‘কবুল হ্যায়’ লিখে চর্চায় জায়রা ওয়াসিম

মাত্র ১৮ বছর বয়সে ইসলাম ধর্মের টানে বলিউডের ঝলমলে দুনিয়া ছেড়েছিলেন তিনি। এবার ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন প্রাক্তন অভিনেত্রী জায়রা ওয়াসিম। ২৪ বছর বয়সেই শুভকাজ সেরে ফেললেন জায়রা। বিয়ে করে ফের চর্চায় জায়রা ওয়াসিম।
আমির খানের ‘দঙ্গল’ দিয়ে অভিনয় কেরিয়ারে হাতেখড়ি। আর সিনেমার ডেবিউতেই বলিউডি লাইমলাইট চলে আসেন দঙ্গলকন্যা। গীতা ফোগাটের কিশোরীবেলার চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য পান জাতীয় পুরস্কার। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ (২০১৭) ছবিতে অভিনয় করে বিপুল প্রশংসা পান তিনি। পরবর্তীতে প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহান আখতারের সঙ্গে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ (২০১৯) ছবিতে কাজ করেন। তবে ধর্মীয় বিশ্বাসের কারণে একই বছর অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ান জায়রা। তবে সেইবছরই আচমকাই ধর্মের দোহাই দিয়ে অভিনয়কে বিদায় জানিয়ে দেন। সে’সময় তিনি জানান, এই জগৎ তাঁকে প্রচুর ভালবাসা, সমর্থন ও প্রশংসা এনে দিয়েছে বটে, কিন্তু একই সঙ্গে এটি তাঁকে অজ্ঞতার পথে চালিত করেছে। তিনি অনুভব করেন যে এই পেশা তাঁর ধর্মীয় সম্পর্ককে ঝুঁকিপূর্ণ করে তুলছিল এবং এতে তিনি সত্যিই খুশি নন।
দীর্ঘ বিরতির পর জায়রা ওয়াসিম আবার সমাজমাধ্যমে সক্রিয় হলেন জীবনের নতুন অধ্যায় শুরু করার কথা জানিয়ে। শুক্রবার রাতেই সমাজ মাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ‘কবুল হ্যায় এক্স ৩’ ক্যাপশনে দুটি ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা গেছে নিকাহ কাগজপত্রে স্বাক্ষর করছেন প্রাক্তন অভিনেত্রী, মেহেন্দি রাঙা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে হিরে বসানো আংটি। নিজের মুখ অবশ্য দেখাননি জায়রা। দ্বিতীয় ছবিতে পূর্ণিমার চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে নবদম্পতি। ক্যামেরার দিকে পিছন ঘুরে রয়েছেন দুজনে। তাঁদের মুখ দেখা যাচ্ছে না। জায়রা তাঁর স্বামীর নাম বা তার মুখ প্রকাশ করেননি। বিয়ের জন্য তিনি পরেছিলেন উজ্জ্বল লাল ট্র্যাডিশনাল পোশাক, তাতে ছিল সোনালি সূচিকর্মের কাজ। অভিনয় ছাড়লেও অনুরাগীরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন জায়রাকে।