জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় এ বার পুলিশ কর্তা গ্রেফতার, তিনি আবার গায়কের ভাইও…

জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যময় মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা। প্রতিদিনই বেরিয়ে আসছে নতুন তথ্য, খুলছে একের পর এক চমকপ্রদ রহস্যের দুয়ার। এ বার এই ঘটনায় গ্রেফতার হলেন গায়কের তুতো ভাই ও অসম পুলিশের ডিএসপি সন্দীপন গর্গ। গায়কের এই রহস্যজনক মৃত্যুতে ওই ব্যক্তির যোগ রয়েছে বলেই মনে করা হচ্ছে। অসম পুলিশ সার্ভিসের অফিসার সন্দীপন গর্গ, তিনি সিঙ্গাপুর ভ্রমণে জুবিনের সঙ্গে ছিলেন। অভিযোগ, মৃত্যুর সময় তিনিও ইয়ট পার্টিতে উপস্থিত ছিলেন। জানা গেছে, কামরূপ জেলার ডেপুটি এসপি (আইন-শৃঙ্খলা) হিসেবে কর্মরত সন্দীপনকে কয়েক দিন ধরে, গুয়াহাটির সিআইডি অফিসে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি রিপোর্ট করতে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। SIT প্রধান এমপি গুপ্ত জানিয়েছেন, ‘আজ আমরা সন্দীপন গর্গকে গ্রেপ্তার করেছি। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করা হবে এবং পুলিশ রিমান্ডের আবেদন করা হবে। তদন্ত চলছে’।এর আগেই এ ঘটনায় ইতিমধ্যে গায়ক জুবিনের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ইভেন্ট অর্গানাইজার শ্যামকানু মহন্ত এবং সংগীতশিল্পী অমৃতপ্রভা মহন্তকে আটক করা হয়েছিল। এর মধ্যে প্রকাশ্যে এসেছে আরও এক বিস্ফোরক তথ্য। জুবিনের মৃত্যুর আগে তার দুই ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল। সেটা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কেন্দ্রীয় সংস্থাগুলোর, বিশেষ করে আয়কর বিভাগ ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) দ্রুত তদন্তে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। ওদিকে জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ এবং তাঁর বোন পামে বরঠাকুর গত মাসে সিঙ্গাপুরে গায়কের মৃত্যুর কারণ কী তা জানতে চেয়েছেন। তাঁরা মৃত গায়কের জন্য ন্যায়বিচার দাবি করেছেন সোশ্যাল মিডিয়ায়। ‘… আমরা আবার একসাথে থাকব, খুব শীঘ্রই গোল্ডি। খুব শিগগিরই, আমি/আমরা সবাই জানতে চাই কেন আপনি শারীরিকভাবে আমাদের কাছ থেকে দূরে চলে গেলেন… কেন? এটি একটি বড় প্রশ্ন। এই প্রশ্ন আমার শূন্য হৃদয়কে দিনরাত জ্বালিয়ে দিচ্ছে। আমি উত্তর চাই’।