সমুদ্রে ঝাঁপ দেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে! কী ভাবে মৃত্যু হল জুবিন গর্গের?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন। দু’দিন অনুষ্ঠান। ২০ ও ২১ তারিখ। তার আগেই সব শেষ। স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হল জুবিন গর্গের। তার থেকেই তোলপাড় বিনোদনমহল। শেষ মুহুর্তে কী ভাবে প্রাণ গেল জনপ্রিয় গায়কের? প্রকাশ্যে এল সমুদ্রে ঝাঁপ দেওয়ার মুহুর্তের ভিডিয়ো।
সমাজমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে এক ব্যক্তিকে দেখা গিয়েছে একটি তরী থেকে লাইফ জ্যাকেট পরেই জলে ঝাঁপ দেন। কিছুটা দূর সাঁতরে যান। আবার জলে ঝাঁপ দেন। সেই সময় পরনে ছিল না লাইফ জ্যাকেট।
ওই অনুষ্ঠানের আয়োজকের তরফে জানানো হয়, স্কুবা ডাইভিং করার সময় নাকি শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয় গায়কের। আইসিইউ-তে ভর্তি করা হয় তাঁকে। সেখানেই সব শেষ। শুক্রবার স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ মৃত বলে ঘোষণা করা হয় শিল্পীকে।
