‘জুবিন সাঁতার কাটার অবস্থায় নেই, তা সত্ত্বেও কেন…’ মৃত্যুর এক সপ্তাহ পর বিস্ফোরক গায়কের স্ত্রী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এক সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। এখনও গায়ক জুবিন গর্গের মৃত্যু ধোঁয়াশা অনুরাগীদের কাছে। সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ যোগ দিতে গিয়েছিলেন। সেখানেই স্কুবা ডাইভিং করতে গিয়ে মৃত্যু হয় গায়কের। কিন্তু শেষ মুহূর্তে কী এমন হয়েছিল যে তাঁর প্রাণ চলে গেল? এ বার সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে মরিয়া গায়কের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ।
যথাযথ তদন্তেরও দাবি জানিয়ে সংবাদমাধ্যমে তিনি বলেন, “জানতে চাই শেষ মুহুর্তে কী হয়েছিল? কেন এটা হল এবং কেন এমন অবহেলা করা হল? আমরা জবাব চাই।” শুধু তাই নয়, বিস্ফোরক মন্তব্য হেনে তিনি বলেন, “ওঁরা যখন জানতেন যে ও (জুবিন) সাঁতার কাটার অবস্থায় নেই, তখন ওঁরা কেন ওকে জল থেকে তুললেন না। ম্যানেজার সিদ্ধার্থ শর্মা জানতেন যে, জুবিন জল বা আগুনের কাছে যাবে না, কারণ এটা তার এপিলেপটিক সিজার বাড়িয়ে তুলবে। তাহলে কেন এমনটা হল? আমি আমাদের সব প্রশ্নের যথাযথ তদন্ত ও জবাব চাই। তদন্ত প্রক্রিয়ায় আমার সম্পূর্ণ আস্থা আছে। পরিবার আশা করেছিল, যে সমস্ত মানুষ ওকে সঙ্গে নিয়ে গেছেন তাঁরা ওর যত্ন নেবেন। এখন আমরা বুঝতে পারছি ওঁরা সেটা করেননি।”
