অস্ট্রেলিয়ায় বলের আঘাতে মৃত্যু তরুণ ক্রিকেটারের, কালো ব্যাজ পরে শ্রদ্ধা বিশ্বকাপে

0

এ যেন একই ঘটনার পুনরাবৃত্তি। ২২ গজ ফের কেড়ে নিল জীবন। অস্ট্রেলিয়ায় ফিরল ফিল হিউজের মর্মান্তিক মৃত্যুর স্মৃতি।ঘাড়ে বলের আঘাতে মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটারের। এ বার ঘাড়ে বল লেগে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৭ বছর বয়সী ক্রিকেটার বেন অস্টিন। অনুশীলনের সময়ই এই মর্মান্তিক ঘটনা। মাঝে ১১ বছরের ব্যবধান। শেষরক্ষাহল না এ বারেও।


ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্যাল বেন অস্টিন। মঙ্গলবার নেটে ব্যাট করার সময় দুর্ঘটনার শিকার হন ১৭ বছর বয়সী মেলবোর্নের এই ক্রিকেটার। বেন অস্টিনের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া শোকাহত।’ অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে প্রাণ হারিয়েছে ১৭ বছর বয়সী কিশোর বেন অস্টিন। মঙ্গলবার ফের্নট্রি গালির একটি নেট সেশনে অনুশীলন করার সময় এই দুর্ঘটনা ঘটে। বেন মাথায় হেলমেট পরা অবস্থায় ব্যাটিং করছিলেন, তবে গলায় কোনো নেক গার্ড ছিল না। ওয়্যাঙ্গার নামে পরিচিত একটি হাতে ধরা বল ছোড়ার যন্ত্র দিয়ে ছোড়া বলটি তার গলায় লাগে। এরপর বেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও বৃহস্পতিবার তিনি মারা যান।

উঠতি প্রতিভার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা বিশ্ব ক্রিকেটে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা কালো ব্যাজ পরে মাঠে নামেন নভি মুম্বইয়ে অনুষ্ঠিত মহিলা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে।
২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে অস্ট্রেলিয়া জাতীয় দলের ব্যাটসম্যান ফিলিপ হিউজও ঘাড়ে বলের আঘাতে মারা যান। তাঁর মৃত্যুর পর থেকেই খেলোয়াড়দের সুরক্ষার সরঞ্জামে বিভিন্ন উন্নয়ন আনা হয়। ওই ঘটনায় পুরো অস্ট্রেলিয়া ও বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছিল। পরে মাথা ও ঘাড়ে আঘাত প্রতিরোধে সুরক্ষা সরঞ্জাম ও কনকাশন প্রটোকলে বড় পরিবর্তন আনা হয়। এরপরও যেন বজ্র আঁটুনি ফস্কা গেরো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *