লাস্ট ডান্স কবে? জল্পনা থামিয়ে অবসরের সময় জানিয়ে দিলেন ৪০-এর তরুণ সিআর সেভেন

0

তিনি ছুটছেন। পুরো বিশ্বকে মাতিয়ে দেওয়ার জন্য মনে মনে প্রস্তুত। এটাই যে লাস্ট ডান্স। একচল্লিশেও ছুটবেন তিনি।ছুটবেন সমস্ত ক্লান্তি ভুলে। করবেন চিরচেনা ভঙ্গিতে গোল। ছুটবেন একবার কর্নার ফ্ল্যাগের দিকে দৌড়ে গিয়ে সিইউউউ সেলিব্রেশনের জন্য। ২০২৬-এই শেষবার বিশ্বকে মাতাবেন। সেটাও মনে মনে স্থির করে ফেলেছেন ফুটবলে অতিমানবীয় হয়ে ওঠা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এখন ৪০। কত কথা, কত জল্পনা তাঁকে নিয়ে। কত হিসেব। বয়সের হিসেব, ফিটনেসের হিসেব, গোলের হিসেব। কবে থামবেন তিনি? কোথায় থামবেন তিনি? সব জল্পনা শেষে উত্তরটা দিয়েই দিলেন সিআর সেভেন।বললেন, ‘আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’কারণ তিনি জানেন। সবকিছুই সময় একদিন থামিয়ে দেয়। তাই বলেছেন, ‘ওই সময় আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।’

এখন ৪০। কত কথা, কত জল্পনা তাঁকে নিয়ে। কত হিসেব। বয়সের হিসেব, ফিটনেসের হিসেব, গোলের হিসেব। কবে থামবেন তিনি? কোথায় থামবেন তিনি? সব জল্পনা শেষে উত্তরটা দিয়েই দিলেন সিআর সেভেন।বললেন, ‘আগামী বছরই আমি শেষ বিশ্বকাপ খেলতে যাচ্ছি।’কারণ তিনি জানেন। সবকিছুই সময় একদিন থামিয়ে দেয়। তাই বলেছেন, ‘ওই সময় আমার বয়স হবে ৪১ বছর। আমি মনে করি বিশ্ব মঞ্চ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।’

৪০ বছর বয়সী এই ফরোয়ার্ড দীর্ঘ কেরিয়ারে ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৫০ টিরও বেশি গোল করেছেন। এক হাজার গোলের অতিমানবীয় ক্লাবের দিকে কি অবিশ্বাস্য গতিতে ছুটছেন তিনি। হয়তো পারবেন কাঙ্খিত মাইলস্টোন ছুঁতে। হয়তো পারবেন না। তবু তিনি অতিমানবীয় ফুটবলারই থেকে যাবেন ফুটবলপ্রেমীদের হৃদয়ে। অবসর প্রসঙ্গে রোনাল্ডো বলেছেন, ‘হয়তো আর এক থেকে দুই বছর।’ রিয়াদে পর্যটন সম্মেলনে দেওয়া এক সাক্ষাৎকারে অবসর নিয়েই সোজাসাপটা নিজের ভাবনার কথা জানিয়ে দেন সিআর সেভেন। তিনিও বোঝেন বাস্তব। তাই তো বলেছেন, সাম্প্রতিক সাক্ষাৎকারগুলোতে রোনাল্ডো বলছিলেন, ‘শিগগিরই’ ফুটবল ছাড়বেন।

এবার আরও স্পষ্ট করে বললেন, ‘শিগগির বলতে আমি এক-দুই বছরের কথা বলেছি। এখনো আমি খেলার মধ্যে আছি।’ ফুটবল যে এখনো তারিয়ে উপভোগ করছেন তিনি। তাই এত দ্রুত ছাড়ার কথা ভাবতেই পারছেন না। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে দারুণ লাগছে। গোল করছি, নিজেকে এখনো দ্রুত, চটপটে মনে হয়। জাতীয় দলে খেলাটাও বেশ উপভোগ করছি।’ তাই ২০২৬ এ বড় মঞ্চে নামার জন্য মনে মনে প্রস্তুতই হয়ে আছেন তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনাল্ডো আশা করছেন, আগামী বছর ষষ্ঠবারের মতো বিশ্বকাপে মাঠে নামবেন। যদিও এখনো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি পর্তুগাল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *