কলকাতা বইমেলায় এ বার থিম কান্ট্রি মেসির দেশ আর্জেন্টিনা, জানা গেল বাংলাদেশ থাকবে কিনা!
ঢাকে কাঠি পড়ে গেল কলকাতা বইমেলার।৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হবে আগামী বছরের ২২ জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে, চলবে ফেব্রুয়ারির ৩ তারিখ এই প্রথম থিম কান্ট্রি মেসির দেশ, আর্জেন্টিনা।উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে এই খবর জানিয়ে বলেন, গ্রেট ব্রিটেন, আমেরিকা, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, পেরু, কলম্বিয়া, জাপান, থাইল্যান্ড এবং লাতিনা আমেরিকার অনেকগুলি দেশ আগামী বইমেলায় অংশ নিতে চলেছে।
পাশাপাশি এ ছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, তামিলনাড়ু, গুজরাত এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিও থাকবে। তিনি জানান বইমেলার পরিসর না বাড়ায় খুব অল্প সংখ্যক নতুন প্রকাশনাকেই এবার স্টল করার সুযোগ দেওয়া যাবে। সংগঠনের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ২০২৭ সালে কলকাতা বই মেলার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯৭৬ থেকে ১৯৯৬ পর্যন্ত ময়দানে আয়োজিত বইমেলার দুর্লভ আলোকচিত্রের একটি প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর মধ্যে দশটি সেরা আলোকচিত্রকে আর্থিক পুরস্কারে সম্মানিত করা হবে। অন্যদের সঙ্গে আর্জেন্টিনা দূতাবাসের দুজন প্রতিনিধি সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন।তাঁদের এক প্রতিনিধি বলেন, ‘কলকাতার ফুটবলপ্রেমীরা আমাদের জাতীয় দলকে যে ভালোবাসা দেয়, তা সত্যিই অনন্য। আমরা আশা করছি, আগামীবারও চ্যাম্পিয়ন হয়ে সেই ভালোবাসার মর্যাদা রাখতে পারব। শেষ পর্যন্ত, আমরা আশা করি যে ২০২৬ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আর্জেন্টিনা ইতিহাসের নতুন অধ্যায় যোগ করবে।’

তবে উল্লেখ্য, এ বারও মেলায় থাকছে না বাংলাদেশ প্যাভিলিয়ন। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের কথায়, ‘আমরা চাই বাংলাদেশ দিল্লি ঘুরে আসুক।’ যেখানে পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন বিতর্ক নয়, কেন্দ্রীয় সরকারের অনুমতি মিললে তারপরই তা ভাবা হবে। গিল্ডের কর্তারা জানান, ২০২৫ সালের বইমেলায় এসেছিলেন ২৭ লক্ষ বইপ্রেমী। বই বিক্রির পরিমাণ ছিল ২৩ কোটি টাকা।
