প্রায় ৪০ জন পদপিষ্ট! ‘হৃদয় ভেঙে গিয়েছে…’ সমাবেশ কাণ্ডের পর লিখলেন বিজয়

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রায় ৬০ হাজার মানুষের সমাবেশ। ৪০ জন পদপিষ্ট। তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা তথা রাজনীতিক থলপতি বিজয়ের সমাবেশে ঘটে যাওয়া এমন মর্মান্তিক ঘটনায় উত্তাল দেশ। প্রাণহানির ঘটনায় শোকাহত খোদ বিজয়ও।

সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

গতকাল শনিবার সন্ধ্যায় তামিলনাড়ুর কারুর জেলায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। জানা যায়, কারুর-ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। কিছু সময় পেরোতেই বিশৃঙ্খল পরস্থিতির সৃষ্টি হয় সেখানে। একপর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, রাত পৌনে আটটার দিকে বিপুলসংখ্যক লোক বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। লোকজন হুড়োহুড়ি করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। অনেকে সেখানেই অচেতন হয়ে পড়েন। এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed