১৪ বছর পর… আবার ভারত, আবার কলকাতায় মেসি আসছেন, নিজেই জানালেন সে’কথা!

0

স্পোর্টস ডেস্ক: ১৪ বছর পর…। আবার ভারত। আবার কলকাতা। উচ্ছ্বসিত লিওনেল মেসি। ভারত সফরের কথা সমাজ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেই জানালেন আর্জেন্টাইন রাজপুত্র। শীতকালেই কলকাতায় আসছেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি। তাতে ১৪ বছর আগে কলকাতায় সল্টলেক স্টেডিয়ামে খেলেছিলেন ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। সেই স্মৃতিও স্মরণ করলেন। কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ভেনেজুয়েলাকে ১–০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। মেসির কর্নার থেকে হেডে একমাত্র গোলটি করেছিলেন নিকোলাস ওতামেন্দি। ওই ম্যাচ দিয়েই জাতীয় দলের স্থায়ী অধিনায়ক হিসেবে অভিষেক হয় মেসির। মেসি বলেন, ‘এই সফরটা আমার কাছে দারুণ সম্মানের। ভারত খুবই বিশেষ দেশ, আর ১৪ বছর আগে এখানে আসার সময়কার স্মৃতি এখনও আমার মনে ভাসে। ভক্তরা অসাধারণ ছিল। ভারত ফুটবলের প্রতি আবেগে ভরা একটি দেশ। আমি নতুন প্রজন্মের সমর্থকদের সঙ্গে দেখা করার অপেক্ষায় আছি এবং এই সুন্দর খেলাটির প্রতি আমার ভালোবাসা তাঁদের সঙ্গে ভাগ করে নিতে চাই।’


ভারতে মেসির ব্যক্তিগত সফরের নাম দেওয়া হয়েছে গোট (গ্রেটেস্ট অব অল টাইম) ট্যুর অব ইন্ডিয়া ২০২৫। রেকর্ড আটবারের ব্যালন ডি’অরজয়ী কিংবদন্তির সফর শুরু হবে কলকাতা থেকে। ডিসেম্বরের ১৩ তারিখ কলকাতায় আসছেন লিও মেসি। কলকাতা থেকে মেসি যাবেন আমেদাবাদ, মুম্বই এবং দিল্লিতে। নানা অনুষ্ঠান রয়েছে। সব ঠিক থাকলে কলকাতায় যেমন সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, বাইচুং ভুটিয়াদের সঙ্গে মঞ্চ ভাগ করবেন মেসি, তেমনই অন্যান্য শহরেও শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের পাশে দেখা যাবে তাঁকে। মেসি আরও লিখেছেন, ‘ভারতের সবচেয়ে বড় তারকা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে দেখা করা ও কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য গর্বের ব্যাপার হবে। ১৪ বছর পর আমাকে ভারতে যাওয়ার সুযোগ দেওয়ায় দ্য শতদ্রু দত্ত ইনিশিয়েটিভকে ধন্যবাদ।’ সূচি অনুযায়ী, ১৩ ডিসেম্বর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবং ১৫ ডিসেম্বর রাজধানী দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। এরই পাশাপাশি আহমেদাবাদেও অনুষ্ঠান করার কথা। সেখানেও তিনি নিজের ভাস্কর্য উন্মোচন করবেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *