সরিয়ে দেওয়া হল রোহিতকে, ওয়ান ডে অধিনায়কও হলেন শুভমন গিল

0

অধিনায়ক শুভমান গিল। সহ অধিনায়ক হলেন শ্রেয়স আইয়ার।অস্ট্রেলিয়ায় ওয়ানডে ও টি২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। তবে গত মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর এই সিরিজ দিয়ে আবার জাতীয় দলে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিরাট ও রোহিত এখন থেকে ভারতের ওয়ানডে দলে খেলবেন শুধুই ব্যাটসম্যান হিসেবে। আহমেদাবাদে শনিবার ভারত–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট চলাকালীন উপস্থিত ছিলেন বিসিসিআই নির্বাচক কমিটির প্রধান ও প্রাক্তন পেসার অজিত আগারকার। সেখানেই ওয়ানডে দল চূড়ান্ত হয়। ২৬ বছর বয়সী শুভমন গিল-এর আগেই ভারতের টেস্ট দলের অধিনায়ক হয়েছেন, টি২০তেও আছেন সহ–অধিনায়কের দায়িত্বে। এবার দায়িত্ব পেলেন একদিনের ক্রিকেটেও। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় বেশ আগেভাগেই নেতৃত্বভার তুলে দেওয়া হলো গিলের কাঁধে।বিরাট কোহলির পর ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারতের ওয়ানডে অধিনায়ক হয়েছিল রোহিত শর্মা। রোহিতের অধীনে ঘরের মাঠে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে খেলেছে ভারত।তাঁর অধীনে ভারত ৫৬টি ওয়ানডে খেলে ৪২টিতে জয় পায়। জিতেছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি।ইংল্যান্ড সফরের আগে টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছিলেন রোহিত শর্মা। তখন টেস্টে অধিনায়ক করা হয় গিলকে।এবার ওয়ান ডে না ছাড়লেও, রোহিতের থেকে নেতৃত্ব তুলে দেওয়া হল গিলকে। তবে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। পেস বোলিং বিভাগে রয়েছেন মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধা কৃষ্ণা এবং হর্ষিত রানা। অলরাউন্ডার বিভাগে রয়েছেন নীতীশ রেড্ডি এবং ওয়াশিংটন সুন্দর। একদিনের সিরিজের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে ভারতীয় দল। এদিন ঘোষণা করে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডও। দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। সহ অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। ভারতের ওয়ানডে দল: শুভমন গিল (অধিনায়ক), শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।ভারতের টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *