লক্ষ্মীপুজোয় এ বার মনখারাপ ঋতুপর্ণার, মিস করলেন মা’কে, পুজো, মায়ের হাতে সিন্নি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: উৎসব এলে যেন আরও বেশি করে মনে পড়ে। এ’বছরের পুজোয় মাকে মিস করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। লক্ষ্মীপুজোতে আরও বেশি করে মিস করলেন। সমাজ মাধ্যমের পেজে সে’কথাই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন টলিউডের অন্যতম অভিনেত্রী। সেইসঙ্গে মায়ের সঙ্গে একাধিক ছবিও এবার শেয়ার করলেন এই পুজোর দিনে। এমন দিনে মাতৃবিয়োগের শূন্যতা যেন বেশি করেই আঁকড়ে ধরছে ঋতুপর্ণাকে। আসলে, প্রতিবছরই তাঁর মা কোজাগরী লক্ষ্মীপুজোর আয়োজন করতেন। অসুস্থতা নিয়েও করেছেন। এ’বছর আর মা নেই, তাই সবটাই যেন শূন্য তাঁর কাছে।স্মৃতির পাতা উল্টে ঋতুপর্ণা লিখেছেন, ‘আমার মা, আমার মা লক্ষ্মী।

প্রতি বছর শত অসুস্থতা, ক্লান্তি থাকলেও মা পুজোর ঘরে ঢুকে সমস্ত নিয়ম পালন করে নিষ্ঠাভরে পুজো করতেন। ঠিক যেমনটা আমার ঠাকুমা করতেন। প্রজন্মের পর প্রজন্ম সেই রীতি-রেওয়াজের দায়ভার বর্তেছিল আমার মায়ের উপর। মা-ও নিবেদিতপ্রাণে যত্ন নিয়ে সবটা করতেন। তোমাকে খুব মিস করছি মা।’ শুধু এ’টুকুই নয়।

ঋতুপর্ণা এই দিনে মিস করেছেন মায়ের হাতে সিন্নি-প্রসাদও। লিখেছেন, তুমি সেরা সিন্নি বানাতে মা। আজ তোমার হাতের সেই সিন্নি মাখা খুব মিস করছি। যা আমার কাছে ছিল পৃথিবীর সবথেকে সুস্বাদু। আমরা তোমার মতো হতে পারিনি। তবে তোমার স্মৃতি আঁকড়েই আমরা আমাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাই। তুমিই তো আংমাদের পরিবারের মা লক্ষ্মী ছিলে মা। খুব ভালোবাসি তোমাকে’। মায়ের স্মৃতি আঁকড়ে প্রতিটা দিন কাটাচ্ছেন অভিনেত্রী তা বুঝতে পেরে ভক্তরাও তাঁকে সান্ত্বনা দিয়েছেন। দিয়েছেন পাশে থাকার বার্তাও। এবারের পুজোয় মুম্বই গিয়েছিলেন ঋতুপর্ণা। সেখানেই বলিউডের পরিচিত মুখ কাজলের সঙ্গে একসঙ্গে সিঁদুর খেলার নানান ছবি সমাজ মাধ্যমে ভাইরাল হয়। তবে লক্ষ্মী পুজোয় মায়ের স্মৃতিতে মন ভারাক্রান্ত টলিউড অভিনেত্রীর।