বিমানে ক্লান্ত শরীরে সন্তানদের আগলালেন শুভশ্রী, অসাধারণ মন্তব্য করলেন রাজ
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সন্তানের জন্য মায়েরা সব পারে। মা বলেই সম্ভব। টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের এমনই এক মাতৃত্বের ছবি মন জয় করে নিয়েছে নেটিজেনদের। এক ছবিতে দেখা যাচ্ছে, বিমানে ক্লান্ত শরীরে বসে রয়েছেন তিনি। আর দুই হাতে আগলে রেখেছেন তাঁর দুই সন্তান ইউভান ও ইয়ালিনিকে। এই ছবিই শুভশ্রীর স্বামী, রাজ চক্রবর্তী সমাজমাধ্যমে শেয়ার করেছেন। তাতে ক্যাপশনে লিখেছেন, ‘মা’। এই একটা শব্দেই মনে হয় অনেককিছু বুঝিয়ে দিয়েছেন রাজ। শুভশ্রীর আগলানো দেখে প্রশংসায় ভরিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি তুমি এইভাবেই তোমার সন্তান পরিবার কে আগলে রাখ।’ আবার কেউ বলেছেন, ‘আপনিই অনুপ্রেরণা।’
উল্লেখ্য, এ বার পুজো মিটতেই শুভশ্রী সপরিবারে রওনা হলেন উজ্জ্বয়নীর মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। দুই সন্তানকে নিয়ে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুভশ্রী পরেছিলেন একটি লাল পাড় সাদা শাড়ি, মাথায় তুলেছিলেন ঘোমটা। আর রাজ পরেছিলেন একটি সাদা পাঞ্জাবি। দুজনের কপালেই ছিল মহাকাল লেখা তিলক। রাস্তায় যেতে যেতে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী ‘জয় মহাকাল’ বলতেই বাবা-মার পাশাপাশি আদুরে গলায় ‘জয় মহাকাল’ বলতে শোনা যায় ইউভানকে। তবে মা বললেও ‘জয় মহাকাল’ না বলে ফুলে ফুলে ঢলে ঢলে গান গাইতে শুরু করে দেয় ছোট্ট ইয়ালিনি। সমাজ মাধ্যমে সব ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন রাজ এবং শুভশ্রী দুজনেই। এমন পারিবারিক সুন্দর মুহূর্তই তো সকলের কাম্য বলে জানিয়েছিলেন নেটিজেনরা। পুজোর ছুটি শেষে আবার ব্যস্ততা বাড়বে তারকা দম্পতির। একদিকে যেমন ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে শুভশ্রী অভিনীত ‘অনুসন্ধান’ তেমন অন্যদিকে কিছু মাসের মধ্যেই মুক্তি পাবে রাজ চক্রবর্তী পরিচালিত ‘হোক কলরব’।